Advertisment

Lok Sabha Elections 2024: BJP-র 'সুপার হেভিওয়েট' এই প্রার্থী, একুশের ভোটে তাঁর বাড়ির বুথেই মুখ পুড়েছিল দলের

Lok Sabha Elections 2024: ২০১৯-এর লোকসভা নির্বাচনের হিসেব ধরলে বিজেপির ডাকাবুকো এই নেতার বিধানসভা কেন্দ্রে গেরুয়াদল জয় পেয়েছিল। তবে পালাবদলেও বিশেষ দেরি হয়নি। রাজ্যে গত বিধানসভা নির্বাচনে শুধু বিধানসভা কেন্দ্রটিই হাতছাড়া হয়েছে তাই নয়, বিজেপির তাবড় এই নেতার বাড়ির বুথেও মুখ পুড়েছিল গেরুয়া দলের।

author-image
Nilotpal Sil
New Update
BJP Central Team Faces Protest at Amtala in South 24 Parganas

BJP Central Team Faces Protest: বিজেপির কেন্দ্রীয় দলকে ঘিরে বিক্ষোভ।

Lok Sabha Elections 2024: লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) দুয়ারে। আগামী ১৯ এপ্রিল রাজ্যে প্রথম পর্বের ভোট। ২০১৯-এর সাফল্যের গণ্ডি টপকে বঙ্গে এবার আরও বিপুল বিজয় ঝুলিতে পুরতে মরিয়া পদ্ম শিবির। তবে রাজ্যে গত বিধানসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করলে গেরুয়া দলের সেই স্বপ্ন কিছুটা হলেও ধাক্কা খেতে পারে। BJP-র হেভিওয়েট এক নেতার বাড়ির বুথে একুশের ভোটে মুখ পুড়েছিল গেরুয়া দলের। শাসকদল রীতিমতো টেক্কা দিয়ে সেই বুথেই শুধু এগিয়ে থাকেনি, ২০১৯-এর লোকসভা ভোটের ফল ধরলে খোয়ানো আসনে একুশের ভোটে জয়ী হয়েছিল তৃণমূলই।

Advertisment

রাজ্য BJP-র প্রাক্তন সভাপতি তথা এবারের লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপির ডাকাবুকো হেভিওয়েট এই নেতার বাড়ি ঝাড়গ্রামের (Jhargram) নয়াগ্রাম (Nayagram) বিধানসভার কুলিয়ানা গ্রামে। দিলীপ ঘোষ যে বুথের ভোটর সেই বুথে গত একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি হেরে গিয়েছিল।

কুলিয়ানা ১১৭ নম্বর বুথের ভোটার দিলীপ ঘোষ। ২০১৯-এর লোকসভা নির্বাচনে গোটা জঙ্গলমহলে বিজেপি সাড়া জাগানো ফল করেছিল। গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, গড়বেতা, মেদিনীপুর, বান্দোয়ান, বলরামপুর, বাঘমুণ্ডি, জয়পুর, পুরুলিয়া, রাইপুর, রানিবাঁধের পাশাপাশি দিলীপ ঘোষের বিধানসভা কেন্দ্র ঝাড়গ্রামের নয়াগ্রামেও গেরুয়া দল এগিয়েছিল।

তবে বিজেপির সেই বিজয়রথ একুশের বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2021) থমকে পড়ে। একুশের বিধানসভা নির্বাচনের ফল ঘাঁটলে দেখা যাবে, নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর কাছে বিজেপির প্রার্থী প্রায় ২৩ হাজার ভোটে হেরে গিয়েছিলেন। দিলীপ ঘোষের বুথে ৭৩ ভোটে বিজেপি প্রার্থী হেরে গিয়েছিলেন।

২০১৯-এর লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী কুনার হেমব্রম (Kunar Hembram) জয়ী হয়েছিলেন। তবে এবার দলত্যাহগ করেছেন তিনি। এবারের নির্বাচনে ঝাড়গ্রাম কেন্দ্রে বিজেপির বাজি সদ্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকের চাকরি থেকে ইস্তফা দেওয়া প্রণত টুডু (Pranata Tudu)। উল্টোদিকে ঝাড়গ্রাম আসনটিতে তৃণমূল এবার প্রার্থী করেছে সাঁওতালি সাহিত্যিক কালীপদ সোরেনকে (Kalipada Soren)।

আরও পড়ুন- Premium: পৌঁছতে আজও নাকাল হন ভোটকর্মীরা, বাংলার এই দুর্গম বুথগুলি সম্পর্কে জানেন? 

গত কয়েকবছর রাজ্যের শাসকদলের বিরুদ্ধে নানা অসন্তোষ দানা বেঁধেছে বলে মনে করছে গেরুয়া শিবির। সেই একই রকমের অসন্তোষ জঙ্গলমহলেও তৈরি হয়েছে বলে মনে করছেন গেরুয়া দলের নেতারা। সেই ইস্যুটিকে কাজে লাগিয়ে জঙ্গলমহলেও প্রচার কৌশল বদলেছে বিজেপি।

জঙ্গলমহলের একাধিক সংগঠনের নেতাদের সঙ্গেও যোগাযোগ বাড়িয়েছে পদ্ম শিবির। এসবের উপর ভর করেই এবারের লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের সব বিধানসভা কেন্দ্রেই পদ্ম ফোটানোর চেষ্টায় ফাঁক রাখতে চাইছে না গেরুয়া ব্রিগেড। অন্যদিকে, শাসকদল তৃণমূলও একুশের নির্বাচনের সাফল্য কাঁধে চড়িয়ে আবারও জঙ্গলমহলে সবুজ ঝড় তুলতে মরিয়া চেষ্টা চালাচ্ছে।

dilip ghosh tmc bjp loksabha election 2024 West Bengal Assembly Election 2021 jhargram
Advertisment