Advertisment

নিত্যযাত্রীদের জন্য স্বস্তির খবর, আগামী বুধবার থেকেই বঙ্গে চালু লোকাল ট্রেন

আপাতত সব শাখা মিলিয়ে দৈনিক ১৮১ জোড়া লোকাল ট্রেন চলবে বলে স্থির হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
local train, লোকাল ট্রেন

ছবি: শশী ঘোষ।

দীর্ঘ আট মাসের অপেক্ষার অবসান। অবশেষে রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। আগামী সপ্তাহে বুধবার থেকে রাজ্যে চলবে লোকাল ট্রেন। বৃহস্পতিবার নবান্নে বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে, বুধবার থেকে শিয়ালদহ ও হাওড়া শাখায় নিত্যযাত্রীদের জন্য চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। আপাতত ঠিক হয়েছে, শিয়ালদহ শাখায় প্রতিদিন ১১৪ জোড়া এবং হাওড়ায় দৈনিক ৫০ জোড়া ট্রেন চলবে। সব স্টেশনেই দাঁড়াবে লোকাল ট্রেন। পরে পরিস্থিতি দেখে বিবেচনা করে বাড়ানো হবে ট্রেনের সংখ্যা। স্বাভাবিক ভাবেই স্বস্তির খবর নিত্যযাত্রীদের জন্য।

Advertisment

গত মার্চে করোনা মহামারির জেরে লকডাউন শুরু হওয়া থেকে বন্ধ ছিল কলকাতা ও শহরতলির লোকাল ট্রেন পরিষেবা। কিন্তু সংক্রমণের ভয়ে নিউ নর্মালেও পশ্চিমবঙ্গ সরকার ট্রেন চালাতে অনুমতি দেয়নি বলে জানায় রেল। যদিও স্বাস্থ্যবিধি মেনে শহর ও শহরতলির মানুষের জীবিকার কথা মাথায় রেখে গত কয়েক মাস ধরেই অন্যান্য গণপরিবহন পরিষেবায় ছাড় দিয়েছে রাজ্য। তবে, লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় ক্ষোভ বাড়তে থাকে যাত্রীদের। লোকাল ট্রেন চালুর দাবিতে গত কয়েক মাস ধরেই দক্ষিণবঙ্গে বিক্ষোভ হয়েছে। গত শনিবার হাওড়া স্টেশনে রেলের স্টাফ ট্রেনে নিত্য যাত্রীরা জোর করে উঠতে গেলে বাধা দেয় রেল পুলিশ। যাকে কেন্দ্র করে বিক্ষোভ প্রবল আকার ধারণ করে।

এরপরই স্বাস্থ্যবিধি মেনে রেলকে সকাল ও বিকেলে নির্দিষ্ট কয়েকটি লোকাল ট্রেন চালুর আর্জি জানায় রাজ্য সরকার। রাজ্যের স্বারাষ্ট্র সচিবের তরবে পূর্ব রেলের পূর্বাঞ্চলীয় অধিকর্তাকে চিঠি দিয়ে লোকাল ট্রেন পরিষেবা শুরুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণে আলোচনার প্রস্তাব দেওয়া হয়। নবান্নের এই আর্জিতে সাড়া দিয়ে গত সোমবার পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলের শীর্ষ আঞ্চলিক আধিকারিকদের সঙ্গে মুখ্যসচিবের বৈঠক হয়। এদিনের বৈঠকে লোকাল ট্রেন পরিষেবা শুরু নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আপাতত সব শাখা মিলিয়ে দৈনিক ১৮১ জোড়া লোকাল ট্রেন চলবে বলে স্থির হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata local train West Bengal New Normal
Advertisment