Advertisment

'গুজরাত-ইউপি-তে ক্ষতি নেই! যত দোষ বাংলার বেলায়?' বিজেপিকে তুলোধনা মমতার

এরাজ্যে কেন্দ্রের একাধিক প্রকল্প রাজ্য সরকার নিজেদের নামে চালাচ্ছে, এমনই অভিযোগ বিজেপির।

author-image
IE Bangla Web Desk
New Update
in Gujarat-UP has been changed center's project name, why not bengal, says Mamata

বিজেপিকে ধুয়ে দিলেন মমতা।

এরাজ্যে কেন্দ্রের একাধিক প্রকল্প রাজ্য সরকার নিজেদের নামে চালাচ্ছে, এমনই অভিযোগ বিজেপির। সোমবার গেরুয়া দলের তোলা এই অভিযোগ নিয়েই মুখ খুললেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, 'গুজরাত, উত্তর প্রদেশ, রাজস্থানে কেন্দ্রের প্রকল্প সংশ্লিষ্ট রাজ্যগুলি নিজেদের নামে চালাচ্ছে। বাংলার ক্ষেত্রেই আপত্তি তোলা হচ্ছে।'' রাজ্যের একাধিক প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ তুলে ফের একবার দিল্লি দরবারের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

বিরোধী দলনেতার হুঁশিয়ারির পরের দিনেই রাজ্যে চলা কেন্দ্রীয় প্রকল্প নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের প্রকল্প বিজেপি শাসিত উত্তর প্রদেশ, গুজরাতে রাজ্য সরকার তাঁদের নিজের নামে চালাচ্ছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। এমনকী রাজস্থানেও কেন্দ্রের প্রকল্প রাজস্থান সরকারের নামে চালানো হচ্ছে বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধুমাত্র বাংলা নিজের নামে প্রকল্প চালালে আপত্তির অভিযোগ তোলা হচ্ছে বলে সোচ্চার মুখ্যমন্ত্রী। এমনকী রাজ্যে চলা ওই প্রকল্পগুলির জন্য টাকা দেওয়াও কেন্দ্র বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর, আশা-অঙ্গনওয়াড়ি কর্মীদের এ যেন স্বপ্ন-পূরণ!

এপ্রসঙ্গে তিনি এদিন বলেন, ''বাংলার বাড়ি, বাংলার সড়ক যোজনার টাকা আটকে দেওয়া হয়েছে। এমপি-দের পাঠিয়েছিলাম, দেখি কি করে। তাহলে হয়তো আমাকেও দিল্লি যেতে হতে পারে। বাংলার বাড়ি যে কোনও রাজ্যে নিজের নামে থাকবে। গুজরাতে গুজরাতের নামে রয়েছে, উত্তর প্রদেশে সেই রাজ্যের নামে আছে। রাজস্থানেও আছে। বাংলায় থাকলে কিসের আপত্তি? বাংলার নাম দেওয়া হয়েছে বলে বাংলার বাড়ির টাকা দেওয়া হবে না?''

আরও পড়ুন- ইস্তফা মুকুল রায়ের, তোলপাড়ের বছর ঘুরতেই…

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের টাকায় চলা বিভিন্ন প্রকল্পের নাম বদলে দিয়েছে রাজ্য সরকার, এমনই অভিযোগ বঙ্গ বিজেপির। গতকালই এই ইস্যুতে আরও একবার মুখ খোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, ''স্টিকার লাগানোর রাজনীতি চলছে। সব কেন্দ্রীয় স্কিম, প্রধানমন্ত্রীর চালু করা স্কিমের নাম বদলে কাটমানি, ভোটব্যাঙ্কের রাজনীতি করছে। এর সঙ্গে বাস্তবের মিল নেই।''

এরপরই কার্যত হুঁশিয়ারির সুরে শুভেন্দু বলেন, ''আমরা বাধ্য করাব ৪০ লক্ষ বাড়িতে প্রধানমন্ত্রীর নাম লেখাতে। ৭০ লক্ষ শৌচালয়ে লিখে রেখেছে মিশন নির্মল বাংলা। ওটা তো স্বচ্ছ ভারত অভিযান। আমরা বাধ্য করাব বাংলা সড়ক যোজনাকে প্রধানমন্ত্রী সড়ক যোজনা করতে। অর্থ কমিশনের টাকায় 'পাড়ায় সমাধান' প্রকল্প করছে। তাতে রাজ্যের টাকা নেই।'' শুভেন্দুর এই বক্তব্যের ঠিক পরের দিনেই এবার এই ইস্যুতেই সোচ্চার মুখ্যমন্ত্রীও।

tmc bjp Mamata Banerjee Modi Government
Advertisment