Advertisment

Narendra Modi: কোন রাজ্যে BJP-র ফল সবচেয়ে ভালো হবে? রাখঢাক না রেখে 'বলেই' দিলেন মোদী

Lok Sabha Polls 2024: এবারের লোকসভা নির্বাচন শেষের পথে। ইতিমধ্যেই ষষ্ঠ দফার লোকসভা ভোট শেষ হয়ে গিয়েছে। আগামী ১ জুন দেশজুড়ে সপ্তম তথা শেষ পর্বের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এবার বিজেপি দেশে ৪০০ আসন পার করে যাবে বলে প্রত্যয়ী মোদী-শাহরা। তবে কোন রাজ্য থেকে বিজেপি এবার সবচেয়ে ভালো ফল করতে চলেছে? সংবাদসংস্থাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জ্যোতিষীর মতো বলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
in lok sabha election 2024 bjp will win maximum seats from west bengal says modi

Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Narendra Modi-Lok Sabha Election 2024: এবারের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে BJP-র ফল নিয়ে বিরাট আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্বভারতীয় সংবাদ সংস্থা ANI-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাংলায় এবার BJP-র ফল দেশের মধ্যে সবচেয়ে ভালো হতে চলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

Advertisment

কী বলেছেন মোদী?

"বাংলায় অস্তিত্ব রক্ষার লড়াই তৃণমূলের। গত বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপিকে তিন থেকে ৮০-তে পৌঁছে দিয়েছে জনতা। বর্তমানে তৃণমূল সরকারের লোকজন বিভ্রান্ত হয়ে গিয়েছেন। বাংলায় লাগাতার খুন, হামলা হচ্ছে। ভোটের আগে বিজেপি নেতাদের জেলে ভরে রাখছে। এত অত্যাচারের পরেও ভোট সবচেয়ে বেশি পড়ছে এখানেই।"

এবারের নির্বাচনে একাধিকবার পশ্চিমবঙ্গে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী। রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচারে বিভিন্ন ইস্যুতে তিনি আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকারকে। কয়লা, গরু পাচার, শিক্ষক নিয়োগ দুর্নীতি ও সাম্প্রতিক সময়ের সন্দেশখালি প্রসঙ্গ তুলে ধরে ফি দিন তিনি কাঠগড়ায় তুলেছেন তৃণমূলকে।

আরও পড়ুন- Narendra Modi Ashoknagar Rally: রেখায় অগাধ আস্থা মোদীর! ‘বাংলার অলি-গলিতে শাহজাহান’, তৃণমূলকে তুলোধনায় সুর চড়ালেন নমো

শেষ দফার লোকসভা ভোটের আগে মঙ্গলবার আবারও বাংলায় প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন পরপর দুটি প্রকাশ্য সভার পাশাপাশি শহর কলকাতায় মেগা রোড শো রয়েছে নমোর। তার আগে এদিন উত্তর ২৪ পরগনার বারাসতের অশোকনগরের সভা থেকেও তৃণমূল নেতৃত্বাধীন সরকারকে তুলোধনা করেছেন প্রধানন্ত্রী। এছাড়াও রামকৃষ্ণ মিশন, ইসকন, ভারত সেবাশ্রম সংঘের একাংশের সন্যাসীদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেরও ফের একবার কড়া সমালেচানা করেছেন নরেন্দ্র মোদী।

আরও পড়ুন- Mamata Banerjee: ১ জুন INDIA জোটের বৈঠকে থাকছেন মমতা? নির্বাচনী সভা থেকে সাফ জানালেন মুখ্যমন্ত্রী

bjp West Bengal modi loksabha election 2024 Interview
Advertisment