Advertisment

AIIMS Kalyani: নাম মাত্র খরচেই পান বিশ্বমানের পরিষেবা, কল্যাণী AIIMS-এও মিলবে স্বাস্থ্যসাথী-এর সুবিধা?

প্রায় ২০,০০০ বর্গমিটারেরও বেশি জায়গা জুড়ে অবস্থিত কল্যাণী এইমস

author-image
Sayan Sarkar
New Update
All India Institute of Medical Sciences,AIIMS Kalyani

সব মিলিয়ে ৯৬০টি শয্যা রয়েছে কল্যাণী AIIMS-এ।

নাম মাত্র খরচে একই ছাদের নিচে মিলবে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। ইতিমধ্যেই পুরোদমে রোগী পরিষেবা দিতে প্রস্তুত কল্যাণী AIIMS। ২০২১ সালের জানুয়ারিতে আটটি বিভাগ নিয়ে শুরু হয় এই হাসপাতালে ওপিডি পরিষেবা। সেই সময় ওপিডিতে প্রতিদিন ১০০ রোগীকে চিকিৎসা পরিষেবা প্রদান করা হলেও এখন এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮০০-২০০০। সেই সঙ্গে শুরু হয়েছে জরুরি পরিষেবাও।

Advertisment

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ভার্চুয়ালি উদ্বোধন করেছেন কল্যাণী AIIMS-এর। পাশাপাশি দেশে সেদিনই আরও চারটি এইমসের উদ্বোধন করেন তিনি। অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে মিলবে বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা এমনটাই জানানো হয়েছে কল্যাণী এইমস তরফে। ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে ইমারজেন্সি পরিষেবাও। বলা বাহুল্য আগামীদিনে একই ছাদের তলায় বিশ্বমানের চিকিৎসা পেতে চলেছে বঙ্গবাসী।

দেশের অন্যতম অত্যাধুনিক হাসপাতালগুলির মধ্যে একটি হল AIIMS । কল্যাণীতে AIIMS উদ্বোধনের মাধ্যমে চিকিৎসা পরিষেবায় কার্যত বিপ্লব আনাই লক্ষ্য মোদী সরকারের। সেকথা অবশ্য প্রধানমন্ত্রী তাঁর উদ্বোধনী ভাষণেই তুলে ধরেছেন। মোদী বলেন, ''স্বাধীনতার পরে, ৫০ বছর ধরে দেশে একটি মাত্র AIIMS ছিল এবং তাও দিল্লিতে। স্বাধীনতার সাত দশকে, মাত্র সাতটি AIIMS অনুমোদিত হয়েছিল কিন্তু সেগুলিও কখনও সম্পূর্ণ হয়নি। কিন্তু এখন, মাত্র ১০ দিনের মধ্যে, সাতটি নতুন AIIMS হয় উদ্বোধন করা হয়েছে"।

কল্যাণী এইমসের ভারপ্রাপ্ত আধিকারিক রামজি সিং বলেছেন, “বাংলার মানুষের জন্য এটা নিঃসন্দেহেই একটা বড় খবর। আমি আশাবাদী যে আমরা প্রতিটি মানুষে প্রত্যাশা অনুযায়ী তাদের পরিষেবা দিতে পারব। এই মুহূর্তে রোগী ভরতিও শুরু হয়েছে। প্রতিদিন গড়ে ১০-১৭ জন রোগী ইমারজেন্সিতে আসছেন। আমাদের এখানে উন্নত যন্ত্রপাতি থেকে শুরু করে বিশেষজ্ঞ চিকিৎসক সবই রয়েছে"।

তিনি আরও বলেন, "আগামী দিনে পূর্ণ শক্তিতে কাজ শুরু করতে চলেছে কল্যাণী এইমস। মার্চেই বেশ কিছু বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হবে বলেও তিনি জানিয়েছেন। ১৮ আইসিইউ বেড সহ এবং ২৩টি মডুলার অপারেশন থিয়েটার রয়েছে অত্যাধুনিক এক হাসপাতালে । ইনডোর পেসেন্টদের জন্য বেড ভাড়া ধার্য করা হয়েছে মাত্র ৩৫ টাকা হবে এবং এর যাতে খাবারও অন্তর্ভুক্ত রয়েছে। আমরা আশাবাদী যে শীঘ্রই আমরা সর্বোত্তম পরিষেবা প্রদান করব”।

অত্যাধুনিক এই হাসপাতালে কী মিলবে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা? এবিষয়ে এইমস কল্যাণীর কর্তৃপক্ষ জানিয়েছেন, “আমরা রাজ্য সরকারকে চিঠি দিয়েছি এবং তারাও কিছু প্রশ্ন করেছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং আমরা আশাবাদী যে রাজ্য সরকারের স্বাস্থ্য বীমা প্রকল্পের সুবিধাগুলি এখানে আগত রোগীরাও পাবেন।"

AIIMS কল্যাণীর নতুন সুপার-স্পেশালিটি বিভাগের মধ্যে রয়েছে অনকোলজি, কার্ডিওলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, নিউরোলজি, নিউরোসার্জারি, ট্রান্সফিউশন মেডিসিন, রেডিওথেরাপি এবং নিউক্লিয়ার মেডিসিন। এছাড়া রয়েছে ২৪X৭ নিজস্ব ব্লাড ব্যাঙ্ক পরিষেবা। এর পাশাপাশি হাই এনার্জি লিনিয়ার এক্সিলারেটর, লো এনার্জি লিনিয়ার এক্সিলারেটর এবং সিটি সিমুলেটর নামে অত্যাধুনিক মেশিনে সজ্জিত রেডিওথেরাপি বিভাগ ক্যান্সার রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান শুরু হয়েছে। অত্যাধুনিক PETCT এবং SPECT CT সহ নিউক্লিয়ার মেডিসিন বিভাগ শীঘ্রই চালু হতে চলেছে।

kalyani AIIMS
Advertisment