Advertisment

বগটুইয়ে শুধুই হাহাকার-আতঙ্ক, তার মাঝেই গেলেন জেলাশাসক, মনোবল বাড়ালেন উচ্চমাধ্যমিক পরিক্ষার্থীদের

বগটুই গ্রামেই রয়েছেন ২২ জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। একাদশ শ্রেণীর পরিক্ষার্থী ৬১ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
in the midst of panic dm went to hs candidates in bogtui

বগটুই গ্রামে বীরভূমের জেলাশাসক বিধান রায়। ছবি- আশিস মণ্ডল

সামনেই উচ্চমাধ্যমিক পরীক্ষা। একই সঙ্গে একাদশ শ্রেণীর পরীক্ষাও। কিন্তু গ্রামজুড়ে এখন শুধুই আতঙ্কের পরিবেশষ। অনেকেই বাড়িছাড়া। যাঁরা আছেন তাঁদেরও দিন কাটছে ঘোর শঙ্কায়। এই পরিস্থিতিতে মঙ্গলবার বগটুই গ্রাম গিয়ে সেখানকার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে উৎসাহ দিলেন বীরভূম জেলাশাসক বিধান রায়। পরীক্ষার্থীদের মনোবল বাড়াতেই জেলা প্রশাসনের শীর্ষ কর্তার এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

Advertisment

২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সপ্তাহখানেক আগেই রামপুরহাটের বগটুই গ্রামে ঘটে গিয়েছে হত্যালীলা। ওই ঘটনা নড়িয়ে দিয়েছে গোটা দেশকে। উচ্চ আদালতের নির্দেশে সিবিআইর হাতে এখন তদন্ত। বগটুই গ্রামজুড়ে কেন্দ্রীয় তদন্তকারীদের আাগোনা। আতঙ্কে বহু পরিবার এখনও গ্রাম ছাড়া। ঘটনা ঘটে যাওয়ার পর গ্রামে এখন শুধু খাঁকি উর্দিধারীদের বুটের শব্দ। কিন্তু তাতেও আতঙ্কিত পিছু ছারেনি গ্রামবাসীদের।

বগটুই গ্রামেই রয়েছেন ২২ জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। একাদশ শ্রেণীর পরিক্ষার্থী ৬১ জন। তাদের মনোবল বৃদ্ধি এবং পরীক্ষা দিতে যাওয়ার আহ্বান জানাতে মঙ্গলবার বগটুই গ্রামে যান জেলাশাসক বিধান রায়। সঙ্গে ছিলেন মহকুমা শাসক সাদ্দাম নাভাস, রামপুরহাট এক নম্বর ব্লকের বিডিও দীপান্বিতা বর্মন সহ প্রশাসনিক আধিকারিকরা। তাঁরা কথা বলেন পরিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে। পরীক্ষার্থিদের হাতে জেলাশাসক পেন ও চকলেট তূলে দেন।

জেলা শাসক বিধান রায় বলেন, 'সামনেই উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষা। ছেলেমেয়েরা যাতে নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারে তার জন্য উৎসাহিত করা হল। সব রকমভাবে তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। পরীক্ষার সব রকম প্রস্তুতি নেওয়ার জন্য তাদের বলা হয়েছে।'

West Bengal HS Exam 2022 Bogtui Bogtui Horror
Advertisment