New Update
![West Bengal Weather Update 30 December 2023](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/winter-kolkata-1.jpg)
শহর কলকাতায় চাদর গায়ে রিক্সাওয়ালা। ছবি- শশী ঘোষ
শহর কলকাতায় চাদর গায়ে রিক্সাওয়ালা। ছবি- শশী ঘোষ
ভোরের দিকে শীত শীত ভাব। হাল্কা মোটা পোশাক গায়ে চড়ালে আরাম লাগছে বিগত বেশ কয়েকদিন ধরে। বুধবার সকালে সেই ঠাণ্ডা ভাব আরও তীব্র। কলকাতা এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। বাংলার তিন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা নামল ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আগামী দু-তিন রাতের তাপমাত্রা এক থেকে দু'ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বনিম্ন উষ্ণতা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আগামী কয়েক দিন শহরের তাপমাত্রা আরও কমতে পারে। দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
তবে ব্যতিক্রম মুর্শিদাবাদ, বোলপুরে বর্ধমান। মুর্শিদাবাদে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। বোলপুরেও একই অবস্থা, কমছে পারদ। বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণে পারদ পতন কম হলেও উত্তরের পার্বত্ত জেলাগুলোতে শীতের প্রকোপ অনুভূত হচ্ছে। এ দিন এই তিন জেলায় পারদ নেমেছে- দার্জিলিং (সর্বনিম্ন ৮.৮ ডিগ্রি সেলসিয়াস), কালিম্পং (সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস), জলপাইগুড়ি (সর্বনিম্ন ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস)।
তবে এই পারদ পতনের ভিত্তিতে এখনই বাংলায় শীত এসে গিয়েছে বলে নিশ্চিৎ করছে না হাওয়া অফিস।