New Update
শতাব্দীর পর শতাব্দী ধরে চলা বৈষম্যের অবসান ঘটল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার গিধাগ্রম গ্রামে। বাংলার এই গ্রাম সাক্ষী রইল এক ঐতিহাসিক মুহূর্তের। প্রথমবার গ্রামের গিধেশ্বর মন্দিরে প্রবেশ করে পুজো দিলেন দলিতরা। গ্রামের ভিতরে কোনওরকম প্রবেশাধিকার ছিল না দলিত সম্প্রদায়ের বাসিন্দাদের। গ্রামের উচ্চবর্ণের বাসিন্দাদের বিরুদ্ধে একত্রিত হয়েছিলেন দলিত সম্প্রদায়ের ‘দাস’ পরিবারগুলি। পুলিশের কঠিন ঘেরা টোপে বুধবার পুজো দিয়েছেন দলিত সম্প্রদায়ের মানুষ