New Update
Purba Bardhaman News: তিন শতকের জাত-পাতের বৈষম্যের অবসান, কাটোয়ার এই মন্দিরে পুজো দিলেন দলিতরা
Purba Bardhaman News: স্থানীয় প্রশাসন এগিয়ে না এলে বাংলার অখ্যাত এই গ্রামে এমন সোনার ইতিহাস তৈরি বোধ হয় সম্ভব হত না। তাই আজ প্রশাসনিক আধিকারিকদের প্রশংসায় পঞ্চমুখ এগাঁয়ের দলিত পরিবারের সদস্যরা।