Advertisment

১০ বছরেই তাক লাগানো কৃতীত্ব, বাংলার মেয়ের অসাধারণ সাফল্যে ভারতের মুকুটে পালক

ট্রাডিশনাল যোগাসন এবং আর্টিস্টিক সোলো এই দু'টি ইভেন্টে ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন অফ দা চ্যাম্পিয়নশিপ হয়ে দু'টি সোনার মেডেল জিতে নেয় এই খুদে।

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
in yoga dumdum arohi dey won gold at asian championships in bangkok , ১০ বছরেই তাক লাগানো কৃতীত্ব, বাংলার মেয়ের অসাধারণ সাফল্যে ভারতের মুকুটে পালক

ট্রফি হাতে সোনার মেয়ে আরোহী দে।

দেহের আয়তনের থেকে ট্রফির সাইজ বড়! হ্যাঁ। ঠিক এমনটাই ঘটেছে আরোহীর সঙ্গে। মাত্র ১০ বছর বয়সেই যোগাসনে দু'টি ইভেন্টে সোনার মেডেল জিতে দেশের মুখ উজ্জ্বল করল আরোহী দে। সম্প্রতি ব্যাঙ্কক এ অনুষ্ঠিত হয় যোগাসনের এশিয়ান চ্যাম্পিয়নশিপ কাপ। সেখানে ট্রাডিশনাল যোগাসন এবং আর্টিস্টিক সোলো এই দু'টি ইভেন্টে ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন অফ দা চ্যাম্পিয়নশিপ হয়ে দু'টি সোনার মেডেল জিতে নেয় দমদমের খুদে আরোহী।

Advertisment

দমদম ক্যান্টনমেন্ট এর বাসিন্দা আরোহী সাড়ে তিন বছর বয়সেই মায়ের হাত ধরে পাড়ার ক্লাবে ভর্তি হয়েছিল। এরপর গত বছর কোন্নগরে প্রখ্যাত যোগা প্রশিক্ষক গৌরাঙ্গ সরকারের একাডেমিতে ভর্তি হয়।। জহুরীর চোখ জহরত খুঁজতে বেশি সময় লাগেনি। কার্যত মাটির তাল আরোহীকে মূর্তি হিসাবে গড়তে উঠে পড়ে লেগেছিলেন গৌরাঙ্গ। কয়েকবছরে ভেতরেই আরোহী প্রশিক্ষকের মর্যাদা রাখল।

আরও পড়ুন- পেনসিলের সিসেই ফুটে উঠলো একটুকরো ভারত, তাক লাগানো সৃষ্টিতে সেরার সেরা স্বীকৃতি!  

কিন্তু হঠাৎ এত কম বয়সে যোগাসনে ভর্তি করানো কেন? আরোহীর মা সুবর্ণা দে জানান, 'ছোট থেকেই ওর শারীরিক গঠন সুন্দর। স্থির ভাবে থাকে না। শরীর বিভিন্ন ভাবে মোচড়াতে ওস্তাদ ছিল। ওর বাবা তা দেখে মেয়েকে যোগাসনে ভর্তি করিয়ে দেয়। প্রথমে পাড়ার ক্লাবে তারপর যোগ গুরু গৌরাঙ্গ বাবুর কাছে ভর্তি করাই।'

আরোহী দমদমের ঋষি অরবিন্দ মেমোরিয়াল একাডেমির পঞ্চম শ্রেণীর ছাত্রী। এর আগে অন্তরদেশীয় বিভিন্ন যোগাসন প্রতিযোগিতায় সে অংশগ্রহন করে পুরস্কার জিতেছে। এই নিয়ে তার দ্বিতীয়বার বিদেশযাত্রা। গত জুন মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশে তিন দিনের প্রতিযোগিতায় দু'টি ইভেন্টের একটিতে প্রথম এবং অন্যটিতে রানার্স হয়ে দেশে ফেরে খুদে। এরপর জুন মাসের শেষ সপ্তাহে ব্যাংককে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সবচেয়ে কনিষ্ঠ প্রতিযোগী হিসেবে সোনা জয় করল আরোহী।

Hooghly Dumdum yogasan Yoga
Advertisment