প্রতীক্ষার প্রহর বাড়ল। পিছিয়ে গেল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের দিন।
রেল সূত্রে খবর, ১৫ই মে-র বদলে ১৮ই মে হাওড়া-পুরী রুটে সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কেন এই দেরি তা এখনও জানা যায়নি। ১৮ই মে (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রীর ভারচুয়ালভাবে উদ্বোধনের পর ভূবনেশ্বর থেকে হাওড়া পর্যন্ত আসবে ওই বন্দে ভারত ট্রেনটি।
হাওড়া থেকে পুরী যাত্রা বন্দে ভারতের দৌলতে এখন অনেকটাই কম সময়ের হতে চলেছে। রেল সূত্রে খবর, সকাল ৬টা ২০ মিনিটে হাওড়া থেকে পুরীর জন্য রওনা দেবে বন্দে ভারত এক্সপ্রেস। দুপুর ১২টা ৩৫ মিনিট নাগাদ সেটি পুরী পৌঁছবে। ওইদিনই ১টা ৫০ মিনিটে পুরী থেকে হাওড়া মুখী যাত্রা শুরু করবে ট্রেনটি। হাওড়ায় পৌঁছবে সাড়ে ৮টায়। অর্থাৎ হাওড়া থেকে যাওয়ার সময় বন্দে ভারতে সময় লাগবে ৬ ঘন্টা ১৫ মিনিট, আসার জন্য লাগছে ৬ ঘন্টা ১০ মিনিট।
হাওড়া-পুরী রুটের যাত্রায় বন্দে ভারত দাঁড়াবে ৬টি স্টেশনে। স্টেশনগুলো হল- খড়গপুর, বালাসোর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর ও খুরদা রোডে। এই ট্রেনে থাকছে ১৪টি এসি চেয়ারকার ও ২টি এক্সিকিউটিভ চেয়ারকার। ৫০০ কিলোমিটারের যাত্রাপথে মোটের উপর ট্রেনটির গড় গতি থাকতে পারে ১৩০ কিলোমিটার প্রতিঘণ্টা।
এই রুটে বন্দে ভারতের ভাড়া সম্ভব ১৫৯০ টাকা করে। এর মধ্যে রয়েছে ৩০৮ টাকার ক্যাটারিং চার্জ।
আরও পড়ুন- কোলের শিশুকে গলা টিপে খুন? স্বামী ছেড়ে ‘পরকীয়া পাগল’ মহিলার কেচ্ছায় ছি ছি!