১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পের প্রায় ২ কোটি টাকা তছরুপের অভিযোগে মালদার গাজোলের বৈরগাছি ২ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান সুবোধ সরকারকে গ্রেফতার করেছে রাজ্য দুর্নীতি দমন শাখা।
Advertisment
একইসঙ্গে ওই গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট শোভন রায় এবং নির্মাণ সহায়ক অপূর্ব বারুইকেও পাকড়াও করেছেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের টাকা দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারদের অবৈধভাবে পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে।
জানা গেছে, হাইকোর্টে দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে কলকাতা থেকে গাজোলে গিয়েছিল দুর্নীতি দমন শাখার ১০ সদস্যের একটি দল। উল্লেখ্য, বৈরগাছি ২ গ্রাম পঞ্চায়েত প্রধান সুবোধ সরকার-সহ পঞ্চায়েতের বেশ কয়েকজনের বিরুদ্ধে সরকারি প্রকল্পের প্রায় ২ কোটি টাকা তছরুপের অভিযোগ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন ওই গ্রাম পঞ্চায়েতেরই কয়েকজন বাসিন্দা।
মামলা করার পরই একজন মামলাকারীর দাদাকে খুনের অভিযোগও উঠেছিল প্রাক্তন প্রধানের বিরুদ্ধে। সেই মামলার প্রেক্ষিতে দুর্নীতি দমন শাখা অভিযুক্তদের গ্রেফতার করায় খানিকটা আশ্বস্ত হয়েছেন অভিযোগকারীরা।