Birati Building Collapse News: এবার বিরাটিতে নির্মীয়মাণ বাড়ির চাঙর ভেঙে পড়ে মহিলার মৃত্যুর ঘটনায় অত্যন্ত কঠোর পদক্ষেপ করল পুলিশ। মৃতার স্বামীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হল ওই নির্মীয়মাণ বহুতলের প্রোমোটার-সহ ৬ জনকে। বেআইনি নির্মাণ প্রসঙ্গে এদিন কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমও (Firhad Hakim)।
উল্লেখ্য, গত শনিবার রাতে উত্তর ২৪ পরগনার বিরাটিতে (Birati) একটি নির্মীয়মাণ বাড়ির অংশ ভেঙে পড়ে। ঠিক ওই সময়ে বহুতলের নীচে দাঁড়িয়েছিলেন এক মহিলা। বহুতলটির পাশের বাড়িতেই থাকতেন তিনি। নির্মীয়মাণ বাড়ির ইট মাথায় পড়ে মৃত্যু হয় ওই মহিলার। এরপরেই মৃতার স্বামী ওই বিল্ডিংয়ের প্রোমোটারের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন। বহুতলটি বেআইনিভাবে তৈরি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন- Aparupa Poddar: তলে-তলে BJP-র সঙ্গে কথা ‘পাকা’ অপরূপার? পদ্ম প্রার্থীর বিস্ফোরক দাবিতে তুমুল চর্চা!
অভিযোগ পেয়েই তড়িঘড়ি পদক্ষেপ করেছে পুলিশও। গ্রেফতার করা হয়েছে ওই বিল্ডিংয়ের প্রোমোটার-সহ বহুতলটি নির্মাণের সঙ্গে যুক্ত থাকা মোট ৬ জনকে। এদিকে, বেআইনি নির্মাণ প্রসঙ্গে রবিবার সকালেও প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি এদিন বলেন, "আমার দুর্ভাগ্য যে এত চেষ্টা সত্ত্বেও দুর্ঘটনা এড়াতে পারছি না। আগামী দিনে এমন নিয়ম করব যাতে বেআইনি নির্মাণ করতে গেলে প্রোমোটারের পা কাঁপে।"
আরও পড়ুন- Sheikh Shahjahan: অনুব্রতর হাল হতে পারে শাহজাহানেরও? ঈদের আগেই তিহাড়ে সন্দেশখালির ‘বাঘ’?
সপ্তাহ খানেক আগেই কলকাতার গার্ডেনরিচে বেআইনি একটি বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মারাত্মক সেই দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। খাস কলকাতা শহরে এমন বেআইনি নির্মাণ নিয়ে তুমুল জলঘোলা তৈরি হয়। শাসকদলের নেতাদের একাংশেরও ওই বেআইনি নির্মাণে যোগ রয়েছে বলে অভিযোগ বিরোধীদের। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শনিবার রাতে ঘটে আরও এক দুর্ঘটনা। বিরাটিতে নির্মীয়মাণ বহুতলের অংশ ভেঙে পড়ে মৃত্যু হয় মহিলার।