Advertisment

IT Raids: টানা ৩ দিন! মন্ত্রী অরূপের ভাই স্বরূপের বাড়িতে আয়কর তল্লাশি! কী মিলল জানেন?

Income Tax Department Raids TMC Leader Swaroop Biswas Residence: লোকসভা নির্বাচনের ঠিক মুখে তৃণমূলের দাপুটে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর দফতরের লাগাতার অভিযান। একটানা তল্লাশিতে এখনও পর্যন্ত কী কী তথ্য উঠে এসেছে? যদিও এখনও পর্যন্ত এব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
Income Tax Department Raids TMC Leader Swaroop Biswas Residence

IT Raids: মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে টানা আয়কর তল্লাশি।

IT Raids Swaroop Biswas Residence: একটানা ৩ দিন! রাজ্যের দাপুটে মন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas) ভাই স্বরূপ বিশ্বাসের (Swaroop Biswas) বাড়িতে টানা তিন দিন ধরে আয়কর দফতরের টানা তল্লাশি (IT Raid)। নিউ আলিপুরে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে একটানা চলছে আয়কর দফতরের তল্লাশি। স্বভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতিতে চর্চা তুঙ্গে উঠেছে।

Advertisment

টানা ৩ দিন ধরে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর তল্লাশি চলছে। সূত্রের খবর, আপাতত টানা তল্লাশিতে বেশ কয়েকটি মোবাইল ফোন আয়কর দফতরের অফিসাররা বাজেয়াপ্ত করেছেন বলে খবর মিলেছে। একইসঙ্গে জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্যও হাতে এসেছে আয়কর অফিসারদের।

এদিকে, টানা এই তল্লাশি অভিযান ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। এপ্রসঙ্গে BJP মুখপাত্র শমীক ভট্টাচার্য সংবাদমাধ্যমে বলেন, "এটি একটি আইনি প্রক্রিয়া। আয়কর দফতর কঠিনভাবে সক্রিয় হয়েছে। তবে যতক্ষণ না পর্যন্ত কিছু জানা যাচ্ছে ততক্ষণ রাজনৈতিক বিতর্ক চাই না।"

আরও পড়ুন- Satabdi Roy: ‘গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের সিলেবাসের মধ্যেই পড়ে’, হঠাৎ কী হল শতাব্দীর? মন্তব্যে তুমুল জলঘোলা!

এদিকে, লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ঠিক মুখে শুক্রবার একযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে হানা দিয়েছে আর এক কেন্দ্রীয় সংস্থা ED। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandra nath Sinha) বোলপুরের (Bolpur) বাড়ির পাশাপাশি কলকাতা শহরের বেশ কয়েকজন ব্যবসায়ীর বাড়িতেও হানা দেয় ED।

আরও পড়ুন- Arvind Kejriwal arrest: কেজরির গ্রেফতারিতে রেগে আগুন মমতা! কোনও গভীর আশঙ্কা? সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন মুখ্যমন্ত্রী?

নিয়োগ দুর্নীতির কালো টাকা ঘুরপথে বেশ কয়েকজন ব্যাবসায়ীর মাধ্যমেই সাদা করার চেষ্টা হয়েছে বলে সূত্রের দাবি। তারই ভিত্তিতে কলকাতায় এদিন ED তল্লাশি চালিয়েছে। অন্যদিকে, নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলার তদন্তে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম উঠে এসেছিল। তারই পরিপ্রেক্ষিতে তাঁর বাড়িতেও এদিন ইডি তল্লাশি অভিযান চালিয়েছে।

kolkata news Income Tax Swaroop Biswas loksabha election 2024
Advertisment