Advertisment

ময়দানে আরও এক কেন্দ্রীয় সংস্থা! রাজ্যেরই প্রভাবশালী মন্ত্রী ও তাঁর ছেলেকে নোটিশ

ইডি-সিবিআই নোটিশে জেরবার রাজ্যের একাংশের রাজনীতিবিদরা। এবার সেই তালিকায় সংযোজন আরও এক কেন্দ্রীয় সংস্থার।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP TMC is using central and state agencies against each other , কেন্দ্র ও রাজ্য এজেন্সিকে একে অপরের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে বিজেপি তৃণমূল 696267

নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়।

ইডি-সিবিআই নোটিশে জেরবার রাজ্যের একাংশের রাজনীতিবিদরা। এবার সেই তালিকায় সংযোজন আয়কর বিভাগেরও। রাজ্যের এক মন্ত্রী ও তাঁর ছেলেকে নোটিশ পাঠিয়েছে আয়কর বিভাগ। আগামী ১৩ নভেম্বর আয়কর দফতরে তাঁদের আয়ের নথি নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে। তবে আয়কর বিভাগের এই নোটিশের পিছনে বিজেপির চক্রান্ত থাকার আশঙ্কা মন্ত্রী-পুত্রের।

Advertisment

কোন মন্ত্রী ও তাঁর ছেলেকে নোটিশ আয়কর বিভাগের?

রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি ও তাঁর পুত্র সুপ্রকাশ গিরিকে নোটিশ পাঠিয়েছে আয়কর বিভাগ। অখিল গিরি পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা। শুভেন্দু তৃণমূলে যতদিন ছিলেন পূর্ব মেদিনীপুরের জোড়াফুল রাজনীতিতে অধিকারী পরিবারই ছিল শেষ কথা। তবে শুভেন্দু বিজেপিতে যোগ দিতেই খেলা ঘুরে যায়। অধিকারী পরিবারকে টেক্কা দিয়ে জেলার রাজনীতিতে গুরুত্ব বাড়াতে থাকে গিরি পরিবার। অখিল গিরিও একুশের নির্বাচনে জেতার পর রাজ্যের কারামন্ত্রী হন। তাঁর ছেলে সুপ্রকাশ গিরি বর্তমানে কাঁথির তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান।

তাঁদের আয়কর নোটিশ পাঠানোর পিছনে বিজেপির চক্রান্ত থাকতে পারে বলে সন্দেহ সুপ্রকাশ গিরির। সংবাদমাধ্যমে তিনি স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। যদিও মন্ত্রী অখিল গিরির বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, দিন কয়েক আগে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ শিশির অধিকারীর সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

আরও পড়ুন- সংস্কারের লক্ষ লক্ষ টাকা কোথায় খরচ? বঙ্কিমচন্দ্রের স্মৃতিধন্য কপালকুণ্ডলা মন্দিরের দশায় প্রশ্ন

যার পাল্টা জবাব দিতে ছাড়েননি শিশিুর-পুত্র শুভেন্দুও। বিরোধী দলনেতা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই আবারও তোপ দেগে সরব হয়েছিলেন। দিন কয়েক আগে শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের দলীয় কর্মসূচি থেকে নাম না করে অখিল গিরিকে আক্রমণ শানিয়েছিলেন। ঠিক তার কয়েকদিনের মাথাতেই আয়কর নোটিশ মন্ত্রী ও তাঁর ছেলেকে।

West Bengal Suvendu Adhikari bjp tmc akhil giri Income Tax
Advertisment