Advertisment

IT-Abhishek: অভিষেকের কপ্টারে আয়কর হানা! হলদিয়ার সভার আগে রক্ষীদের আটকে রেখে তল্লাশি

Abhishek banerjee: বেহালা ফ্লাইং ক্লাবে রয়েছে অভিষেকর হেলিকপ্টার। তার পাহারায় রয়েছেন অভিষেকের রক্ষীরা। সেখানেই তল্লাশি অভিযান চালিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjee Basirhar metting sandeshkhali shibu hazra uttam sardar lok sabha election 2024 , অভিষেক ব্যানার্জী বসিরহাট সভা সন্দেশখালি শিবু হাজরা উত্তম সর্দার লোকসভা ভোট ২০২৪

TMC-Abhishek Banerjee: পালটা হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক। (ফাইল ছবি)

Income tax official raid in Abhishek banerjee's Copter: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি চালালেন আয়কর দফতরের আধিকারিকরা। সোমবার হলদিয়ায় জনসভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগে এই তল্লাশি চালানো হয়। এই তল্লাশির কথা রবিবার, পয়লা বৈশাখের দিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই জানান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। একইসঙ্গে তিনি পোস্টে জানিয়েছেন, তল্লাশিতে আয়কর দফতর কিছুই পায়নি।

Advertisment

বেহালা ফ্লাইং ক্লাবে রয়েছে অভিষেকর হেলিকপ্টার। তার পাহারায় রয়েছেন অভিষেকের রক্ষীরা। সেখানেই তল্লাশি অভিযান চালিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা। এই প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে একহাত নিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, 'নির্বাচন কমিশন এনআইএর ডিজি এবং পুলিশ সুপারকে সরানোর বদলে বিজেপির ধামাধারী আয়কর দফতরের আধিকারিকদের আমার হেলিকপ্টারে তল্লাশি করাতে পাঠিয়েছিল। কিন্তু, কোনও লাভ হয়নি। তারা কিছুই বাজেয়াপ্ত করেনি। জমিদাররা যতই নিজের ক্ষমতা প্রয়োগ করুক, বাংলা মাথা নোয়াবে না।'

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, আয়কর দফতরে ওই তল্লাশি অভিযানের সময় কপ্টারের আশপাশে অভিষেকের রক্ষীদের থাকতে দেওয়া হয়নি। কার্যত অভিষেকের রক্ষীদের আটকে রেখেই গোটা তল্লাশিপর্ব চালিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা। কপ্টারের ভিতরে থাকা প্রতিটি ব্যাগ আয়কর দফতরের আধিকারিকরা খুলে দেখেন। এনিয়ে অভিষেকের রক্ষীদের সঙ্গে আয়কর দফতরের কর্তারা রীতিমতো বচসাও জুড়ে দিয়েছিলেন। সেই সময় আয়কর কর্তারা কপ্টারটিকে বেআইনিভাবে আটকে রাখারও হুমকি দেন বলেই তৃণমূলের অভিযোগ।

আরও পড়ুন- পয়লা বৈশাখে মহাচমক দিলীপের! ত্রিশূল হাতে হইচই বাঁধালেন BJP প্রার্থী

এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস জানিয়েছে, 'বিজেপি বাংলার বিরোধী। তাদের কাছে তৃণমূল কংগ্রেস মাথা নোয়াবে না। বিজেপি তাই এখন বাংলার অবস্থা দেখে কাঁপছে। কারণ, যেমন ভাবেই হোক, তারা দেশকে বিরোধীশূন্য করতে চায়।'

abhishek banerjee Helicopter election commission loksabha election 2024 Income Tax
Advertisment