Advertisment

রাজ্যে ফের আয়কর হানা, ভোররাত থেকেই…

এই হানাদারির সঙ্গে রেশন দুর্নীতির যোগ রয়েছে?

author-image
IE Bangla Web Desk
New Update
income tax raid at polba Wine factory , পোলবায় আয়কর হানা

মদের কারখানায় আয়কর হানা।

হুগলিতে আয়কর হানা

Advertisment

মঙ্গলবার ভোররাতে ফের আয়কর হানা রাজ্যে। পোলবার মহানাদে অ্যালপাইন ডিস্টিলারি প্রাইভেট লিমিমিটেডে আয়কর দফতরের আধিকারিকরা অভিযান চালাচ্ছে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় জওয়ানরা। অন্যান্য দিনের মত এদিন সকালেও ওই কারখানার কর্মীরা কাজে যোগ দিতে এসেছিলেন, তখনই দেখেন, কারখানার ভিতরে সিআরপিএফ জওয়ানদের।

কী অভিযোগ?

জানা গিয়েছে, মহানাদে অ্যালপাইন ডিস্টিলারি প্রাইভেট লিমিমিটেডের বিরুদ্ধে আয়কর সংক্রান্ত অভিযোগ রয়েছে। তার ভিত্তিতেই এই হানাদারি। সূত্রের খবর, ওই সংস্থার নানা খাতা, ব্যালান্স শিট খতিয়ে দেখছেন আয়কর দফতরের আধিকারিকরা। এই সংস্থার রেজিস্ট্রার্ড অফিস কয়েছে কলকাতায়। সল্টলেকেও একটি অফিস আছে বলে খবর। আইটি আধিকারিকরা সেখানেও খোঁজ খবর চালায়।

কারখানায় কী তৈরি হয়?

ওই কারখানায় অ্যালকোহল বেসড নানা পণ্য তৈরি করা হয়। ম্যানুফ্যাকচারিং, প্রসেসিং-সমস্ত ইউনিটই এখানে বলেই খবর।

চলতি মাসেই আয়কর দফতরের আধিকারিকেরা বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের চালকল, বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছিল। শিবানী চালকলে টানা প্রায় ৫৩ ঘণ্টা অভিযান চালানো হয়। বিধানসভা ভোটে তন্ময়বাবু বিজেপির টিকিটে জিতলেও যোগ দিয়েছেন তৃণমূলে। বিষ্ণুপুরের বিধায়কের সঙ্গে খাদ্য দফতরের দুর্নীতির যোগ রয়েছে বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ওই মামলায় অভিযুক্ত বাকিবুরের সঙ্গে তুলনা টেনে শুভেন্দু বলেছিলেন, 'বাকিবুরের মতোই এই রাইস মিলকে কাজে লাগিয়ে দুর্নীতি করেছেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ।'

Income Tax Hooghly
Advertisment