ITR filing deadline:বড় খবর! একেবারে শেষ মুহূর্তে আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়াল কেন্দ্র

Income Tax Return-ITR filing: চলতি অর্থবর্ষে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াল কেন্দ্রীয় সরকার।

Income Tax Return-ITR filing: চলতি অর্থবর্ষে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াল কেন্দ্রীয় সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
Income Tax Return deadline extended,  ITR filing deadline September 16 2025 , CBDT extends ITR due date  ,Govt allows extra day for ITR filing  ,Portal glitches ITR date extension,আয়কর রিটার্ন সময়সীমা বাড়ল,  ITR জমার শেষ তারিখ বাড়ানো হয়েছে , CBDT আয়কর-ডেডলাইন সম্প্রসারণ,  আয়কর ফাইলিং জন্য অতিরিক্ত দিন  ,ই-ফাইলিং পোর্টালের ত্রুটির কারণে সময় বাড়ল

ITR filing: প্রতীকী ছবি।

Income Tax Return deadline: ইনকাম ট্যাক্স রিটার্ন বা আয়কর রিটার্ন জমা নিয়ে একেবারে শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। ২০২৫-২৬ অর্থবর্ষে গতকাল অর্থাৎ ১৫ সেপ্টেম্বর ITR জমার শেষ দিন ছিল। এবার আয়কর রিটার্ন জমার দিন বাড়িয়েছে কেন্দ্র। চলতি অর্থবর্ষে ১৬ সেপ্টেম্বর অর্থাৎ আজ মঙ্গলবার পর্যন্ত আইটি রিটার্ন জমা দেওয়া যাবে।

Advertisment

আয়কর দপ্তরের তরফে এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, "১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত রেকর্ড ৭.৩ কোটিরও বেশি আইটিআর দাখিল করা হয়েছে, যা গত বছরের ৭.২৮ কোটিকে ছাড়িয়ে গেছে। সময়মতো করদাতা এবং পেশাদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরও আইটিআর দাখিলের সুবিধার্থে, নির্ধারিত তারিখ একদিন (১৬ সেপ্টেম্বর ২০২৫) বাড়ানো হয়েছে।"

আরও পড়ুন-West Bengal News Live Updates:'কেশ স্পর্শের ক্ষমতা কারও নেই, পাশে আছে BJP', মাদ্রাসার সামনে দাঁড়িয়ে মুসলিমদের আশ্বাস শমীকের

Advertisment

কেন্দ্রের নতুন এই সিদ্ধান্তে স্বভাবতই বড়সড় স্বস্তিতে মধ্যবিত্ত। সোমবার আইটিআর-এর ই-ফাইলিং এর পোর্টালে একটি কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল। যার জেরে অনেকেই ITR জমা করতে পারেননি। 

আরও পড়ুন- SC-ST সার্টিফিকেট জটিলতা কাটাতে যুগান্তকারী পদক্ষেপ রাজ্যের! নবান্ন নিল নয়া সিদ্ধান্ত

চূড়ান্ত নাকাল হতে হয়েছে অনেককে। তাই সাধারণের কথা চিন্তা করেই শেষমেষ চলতি অর্থবর্ষে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন আরও একদিন বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। আয়কর দপ্তরের তরফে জানানো হয়েছে, গতকাল অর্থাৎ ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ৭.৩ কোটিরও বেশি আইটিআর দাখিল করা হয়েছে। গত বছর এই সংখ্যাটা ছিল ৭.২৮ লক্ষ।

Income Tax Bengali News Today ITR filing