/indian-express-bangla/media/media_files/2025/08/18/1000205705-2025-08-18-19-09-46.jpg)
Independence day celebrations: জাতীয় পতাকা উত্তোলন।
৩ দিন ধরে মালদার কালেক্টরেট বিল্ডিং-এ উড়েছিল পাকিস্থানের পতাকা। ১৫ আগস্ট গোটা দেশ স্বাধীন হলেও, মালদা এবং দিনাজপুরের একটা অংশ চলে গিয়েছিল পূর্ব বাংলাদেশের অধীনে থাকা পাকিস্তানিদের দখলে।
শুরু হয়েছিল জোরদার আন্দোলন। অবশেষে ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের তিনদিন পর ভারতের অন্তর্ভুক্তি হয় মালদা জেলা। সেই থেকে আজও নিয়ম নিষ্ঠার সঙ্গেই ১৮ আগস্ট মালদায় ধুমধাম করে পালিত হয়ে আসছে স্বাধীনতা দিবস। এমনিতেই গোটা দেশজুড়ে ১৫ আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয়েছে। সেই উদযাপন পালন করার পাশাপাশি নতুন করে আবারও সোমবার মালদার বিভিন্ন এলাকায় স্বাধীনতা দিবস পালন করা হয়। এদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রবীণ শিক্ষাবিদেরা সেই ১৯৪৭ সালের সেই তিনদিনের পাকিস্তানের দখলে থাকা মালদার ভয়াবহ স্মৃতির কথা তুলে ধরেন।
এদিন সকাল থেকে মালদা জেলা গ্রন্থাগার, ইংরেজবাজার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া, ১২ নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি মোড় প্রভৃতি এলাকায় জাতীয় পতাকা তোলা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আজকের দিনের তাৎপর্য তুলে ধরেন বিশিষ্টরা। স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠানে তৃণমূল, বিজেপি একাধিক দলের নেতৃত্ব কেউ অংশ নিতে দেখা যায়।
এদিন দুর্গাবাড়ি এলাকায় জাতীয় পতাকা উত্তোলনের পর জেলা যুব তৃণমূলের সভাপতি তথা গ্রন্থাগার সচিব প্রসেনজিৎ দাস বলেন, ১৯৪৭ সালের সেই ভয়াবহ তিনদিনের কথা প্রবীনদের কাছ থেকে বরাবরই শুনে এসেছি । সেই সময় পাকিস্তানিদের উৎখাতের জন্য কিভাবে আন্দোলন করেছেন আমাদের দেশের মানুষেরা। শত চেষ্টার পর মালদা ভারতের অন্তর্ভুক্ত হয়। সেই দিনের কথা ভেবে আজও সাড়ম্বরে এই ১৮ আগস্ট স্বাধীনতা দিবস পালন হয়ে আসছে।