/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/durgapur-feature.jpg)
রাখি বন্ধন উৎসবে সামিল যৌনকর্মীরাও। ছবি- অনির্বাণ কর্মকার
রাখি বন্ধন এবং স্বাধীনতা দিবস উদযাপনে শামিল হয়ে পুলিশ এবং সমাজসেবীদের হাতে রাখি পরিয়ে দিলেন দুর্গাপুরের ৩৪ নং ওয়ার্ডের যৌনপল্লির যৌনকর্মীরা। সমাজের টালমাটাল পরিস্থিতিতে দুর্গাপুরের যৌনকর্মীদের এই উদ্যোগকে বাহবা জানিয়েছেন একাংশের নাগরিক। যৌনকর্মী হওয়ায় যাঁদের থেকে মুখ ফিরিয়ে নেয় সমাজ, সেই তাঁরাই মৈত্রী স্থাপন করতে এগিয়ে এলেন এদিন। সারা দিনের এই উদযাপনে খুবই খুশি যৌনপল্লীর মেয়েরা।
দুর্গাপুরে এলাকার কাউন্সিলর, পুলিশদের হাতে রাখি পড়াল দুর্গাপুরের যৌনকর্মীরাhttps://t.co/I4HBeRAoo9pic.twitter.com/VV1VgBrjwF
— IE Bangla (@ieBangla) August 15, 2019
প্রসঙ্গত, দুর্গাপুরের ৩৪ নং কাদা রোডে অবস্থিত যৌনপল্লীতে রয়েছেন প্রায় ৭০০-র বেশি যৌনকর্মী। তাঁদের সকলকে সঙ্গে নিয়েই আজ রাখি বন্ধন অনুষ্ঠান পালন করল দুর্গাপুর যৌনকর্মী সংগঠন।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/durgapur-inline.jpg)
সকাল থেকেই এলাকার স্থানীয় কাউন্সিলর, বেশ কিছু সমাজসেবী এবং পুলিশ ফাঁড়ির আইসি রাজশেখর মুখোপাধ্যায়-সহ একাধিক ব্যক্তির হাতে আজ রাখি বেঁধে মিষ্টিমুখ করান যৌনকর্মীরা।
স্বাধীনতার দিনে রাখি উৎসবকে ভিন্ন ভাবে পালন যৌনকর্মীদের https://t.co/I4HBeRAoo9pic.twitter.com/D7mmJQMNR8
— IE Bangla (@ieBangla) August 15, 2019
আজকের দিনটিকে অন্যরকমভাবে উদযাপন করতে পেরে খুশি যৌনপল্লির কর্মীরা। তাঁদের বক্তব্য, "শুধু এই বছরই নয়, প্রত্যেক বছরই আমরা এই দিনটাকে এইভাবে পালন করতে চাই "। স্বাধীনতার দিনে এমন ভিন্নভাবে সম্প্রীতির বার্তা দিতে পেরে খুশি ফাঁড়ির আইসি-সহ, নাগরিক সমাজের একটা বড় অংশ।