Advertisment

ভাতের থালা থেকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা, গা কাঁপানো পরিণতি নির্দল সমর্থকের!

মিটছেই না ভোট পরবর্তী সন্ত্রাস।

author-image
IE Bangla Web Desk
New Update
independent candidates supporter murder nadia nakashipara

ভোট পরবর্তী সন্ত্রাস যেন থামছেই না বাংলায়।

ফের খুন বাংলায়। এবার বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন নির্দল প্রার্থীর সমর্থককে। ভোট মিটে যাওয়ার তিন সপ্তাহ পরেও থামছেই না রক্তের রাজনীতি। নদিয়ার নাকাশিপাড়ায় নির্দল প্রার্থীর সমর্থককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে পরিবার। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

Advertisment

গত ৮ জুলাই ছিল পঞ্চায়েত নির্বাচন। ১১ তারিখ ভোটের ফল ঘোষণা হয়েছে। তারপর প্রায় তিন সপ্তাহ কাটতে চললেও থামছেই না সন্ত্রাস। এবার নদিয়ার নাকাশিপাড়ার বীরপুর ১ পঞ্চায়েতের সারবাড়িতে এক নির্দল প্রার্থীর সমর্থককে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। নিহতের নাম খবীর শেখ। পরিবারের দাবি, গতকাল রাতে বাড়িতে বসে খাচ্ছিলেন ওই ব্যক্তি। তখনই তাঁকে ডাকতে আসেন কয়েকজন। তাঁদের সঙ্গেই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি।

আরও পড়ুন- কড়া অবস্থান বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, যোগীর বুলডোজার ভাড়ার পরামর্শ

তবে বেশ কিছুক্ষণ কেটে গেলেও খবীর বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে তাঁর পরিবার। এরপর তাঁর খোঁজে বাড়ি থেকে বেরিয়ে কিছুটা যেতেই রক্তাক্ত অবস্থায় খবীর শেখকে রাস্তায় পড়ে থাকতে দেখেন তাঁর পরিবারের সদস্যরা। দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষমা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে নাকাশিপাড়ার বীরপুর ১ পঞ্চায়েতের সারবাড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন- মমতার দফতরেই ভয়ঙ্কর ‘দুর্নীতি’? মারাত্মক দাবিতে শোরগোল ফেললেন শুভেন্দু!

নিহতের পরিবারের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে খবীর শেখকে। যদিও নিহতের পরিবারের সেই দাবি অস্বীকার করেছে শাসকদল। এবারের পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রক্তের হোলি দেখেছে বাংলা। নির্বাচনকে কেন্দ্র করে রক্তগঙ্গা বয়ে গিয়েছে বাংলার জেলায় জেলায়। শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসের বলি হয়েছেন ৫৫ জন।

panchayat election 2023 West Bengal Independent Candidate Nadia Post Poll Violence in Bengal tmc Murder
Advertisment