/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/tmc-parliament.jpg)
সংসদ চত্বরে বিক্ষোভে অংশ নিয়েছেন অভিষেক সহ তৃণমূল ও 'ইন্ডিয়া' জোটের সাংসদরা।
সপ্তাহের প্রথম দিনেই উত্তাল সংসদ। শাসক ও বিরোধীদের উপর্যুপরি বিক্ষোভে সরগরম সংসদ ভবন চত্বর। সোমবার অধিবেশন শুরুর আগেই রাজস্থানে ধর্ষণকাণ্ডের নিন্দা করে সংসদের বাইরে বিক্ষোভে সোচ্চার হন মরুরাজ্যের বিজেপি সাংসদরা। ঠিক তারপরেই পাল্টা বিক্ষোভে নামে বিরোধীরাও। ইন্ডিয়া জোটের প্রায় শ'তিনেক সাংসদ এদিন গান্ধীমূর্তির পাদদেশে মণিপুরে হিংসার প্রতিবাদে বিক্ষোভে সামিল হন।
INDIA STANDS WITH MANIPUR!
We CONDEMN the The INACTION of the @BJP4India Govt in the violence-ridden state and their sheer INCOMPETENCE in addressing the chaotic state of law and order.
PM @narendramodi's SILENCE is devastating Manipur.
But we shall continue our fight until… pic.twitter.com/AMhvDZ9PlU— All India Trinamool Congress (@AITCofficial) July 24, 2023
সপ্তাহের প্রথম দিনেই উত্তপ্ত সংসদ। এদিন মণিপুরে হিংসাত্মক পরিস্থিতির প্রতিবাদে বিরোধী ইন্ডিয়া জোটের তরফে বিক্ষোভ প্রদর্শনের কথা আগেভাগেই জানানো হয়েছিল। তবুও এদিন শুরুতেই সকালের দিকে প্রথমে সংসদের বাইরে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন রাজস্থানের বিজেপি সাংসদরা। কংগ্রেস শাসিত রাজস্থানে নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে বলে অভিযোগ তাঁদের। রাজস্থানের গেহলট সরকারে বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন গেরুয়া দলের সাংসদরা।
আরও পড়ুন-মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ, মোদীর বিবৃতির দাবি, পাল্টা নারী নিগ্রহের ঘটনায় ‘INDIA’ কে নিশানা
ঠিক তার পরেই সংসদের বাইরে বিক্ষোভ শুরু হয় বিরোধী জোটের। ইন্ডিয়া জোটের শ'তিনেক সাংসদ এদিনের বিক্ষোভে অংশ নিয়েছিলেন। মণিপুরের হিংসা ও মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে কেন্দ্র বিরোধী এই বিক্ষোভ এদিন তুমুল আকার নেয়। কংগ্রেস, তৃণমূল, ডিএমকে-সহ ইন্ডিয়া জোটের সাংসদরা এদিন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখিয়েছেন। গান্ধীমূর্তির পাদদেশে এদিন ধর্না দিতেও দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদার-সহ তৃণমূল সাংসদদের।
এদিন কেন্দ্রের শাসকদল বিজেপিকে তুমুল আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, 'মণিপুর থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা হচ্ছে। মণিপুরের কথা বললেই রাজস্থান, ছত্তীসগড়, পশ্চিমবঙ্গের কথা বলা হচ্ছে। আপনাদের যদি মনে হয়, মণিপুরের অবস্থা বাংলার চেয়ে ভাল, তাহলে ওখানে ইন্টারনেট চালিয়ে দিন। সিঙ্গল ইঞ্জিন সরকারের রাজ্যে তো ইন্টারনেট দিব্যি চলছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে ইন্টারনেট চলছে না কেন?'