Advertisment

Maitri Mela: মেলায় শুধু এই শিল্পের স্টলেই চাহিদার জনবিস্ফোরণ! কপাল চাপড়াচ্ছেন অন্য ব্যবসায়ীরা!

India-Bangladesh Maitri Mela at Malda: এই মেলায় অনেক দোকান বা স্টলই এবার বসেছিল। তবে মেলায় ঢুকেই প্রায় অনেকেই ওই দোকানটিতেই সবচেয়ে বেশি ভিড় করেছিলেন। বিশেষ ওই স্টলটিতে সাধারণ মানুষের এমন ভিড় দেখে মেলায় আসা অন্য ব্যবসায়ীরাও হতবাক হয়ে গিয়েছিলেন। নাওয়া-খাওয়া ভুলে ক্রেতা সামলাতেই নাজেহাল হতে হয়েছে দোকানিকে। তবে তাঁর দোকানের জিনিসের যে এই মাত্রায় চাহিদা হতে পারে তা কল্পনাতেও আনতে পারেননি ওই বিক্রেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
India Bangladesh Maitri Mela at Malda

Maitri Mela: মেলায় এই জিনিসটির এমন চাহিদা দেখে বিস্মিত হয়ে পড়েছিলেন অনেকেই।

India-Bangladesh Maitri Mela at Malda: অবাক কাণ্ড ঘটে গিয়েছে মৈত্রী মেলায়। গ্রামীণ এই মেলায় ঢুকেই প্রায় প্রত্যেকেই খোঁজ করেছেন এই দোকানটির। এদিক-ওদিক ঘুরে সময় নষ্ট না করে অনেকেই সোজা চলে গিয়েছেন ওই দোকানেই। দোকানের জিনিসের চাহিদার এমন বিস্ফোরণ দেখে হতবাক হয়েছেন অনেকেই। বিপুল চাহিদা দেখে ওই দোকানিও আরও বেশি পণ্য স্টক করা শুরু করে দিয়েছিলেন।

Advertisment

মশার (Mosquito) কামড় থেকে রেহাই পাওয়ার দুশ্চিন্তা শেষ। এবার মালদায় (Malda) সাড়া ফেলে দিয়েছিল বাংলাদেশের (Bangladesh) 'ম্যাজিক মশারি' (Magic Moshari)। মালদার মৈত্রী মেলায় (Maitri Mela) রীতিমতো হইচই ফেলে দিয়েছিল এই বিশেষ মশারি (Mosquito Net)। এই ম্যাজিক মশারি টাঙালে একবারের জন্যও মনে হবে না যে আপনি কোনও আস্তরণের মধ্যে রয়েছেন। বিক্রেতার দাবি, এই মশারিতে পাখার হাওয়া ঢুকবে হু হু করে। গরমে নাস্তানাবুদ হতে হবে না আর। তেমনই মাশরি টাঙিয়ে শুয়ে মশাবাহিত রোগ থেকেও মিলবে রেহাই।

ইংরেজবাজারের ইন্দো-বাংলা মৈত্রী মেলায় মিলেছে এই ম্যাজিক মশারি। মাত্র সাড়ে ৩৫০ টাকায় বিক্রি হয়েছে অদ্ভুত ধরনের এই মশারি। বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ (Chapainawabganj) থেকে আসা তসলিমা খাতুন নিয়ে এনেছিলেন এই মশারি।

উল্লেখ্য, মালদা কলেজ মাঠে হওয়া কয়েকদিনের এই ইন্দো-বাংলা মৈত্রী মেলায় মিলছিল এই ধরনের মশারি। মূলত মহিলাদের নিয়েই এই মেলা চলে। বিভিন্ন ধরনের হস্তশিল্পের (Handicraft) সম্ভার নিয়ে এই মেলায় ভারত (India) এবং বাংলাদেশের মহিলারা হাজির হয়েছিলেন। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন ধরনের মুখরোচক খাবারও মিলেছে এই মেলায়। প্যাকেটজাত খাবারের মধ্যে ছিল পাঁপড়, বড়ি, শুকনো মিষ্টি প্রভৃতি।

আরও পড়ুন- Locket Chatterjee-Rachana Banerjee: জমে ক্ষীর হুগলি! ‘দিদি নং ১’ রচনা প্রতিপক্ষ, শুনেই চমকে দেওয়া মন্তব্য লকেটের!

publive-image
মালদার মৈত্রী মেলায় ম্যাজিক মশারি বিক্রি করছেন বাংলাদেশি দোকানি।

বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এলাকার মহিলা হস্তশিল্পী তাসলিমা খাতুন বলেন, "দুই দশক ধরে আমি এই হস্তশিল্প তৈরির সঙ্গে যুক্ত রয়েছি। আমাদের সংস্থার তরফে মহিলারা এই ম্যাজিক মশারি তৈরি করেছেন। অত্যন্ত পাতলা এবং সূক্ষ্ম ছিদ্রজনিত এই ম্যাজিক মশারি টাঙালে গরম লাগার আশঙ্কা কম। বরঞ্চ পাখার বাতাস হু হু করে ঢুকবে। মশার কামড় থেকেও রেহাই মিলবে। মাত্র ৩৫০ টাকায় এই ম্যাজিক মশারি বিক্রি হয়েছে।"

আরও পড়ুন- CPM-ISF: চিন্তায় চিন্তায় ছিঁড়ে যাচ্ছে আলিমুদ্দিন! ISF-এর আবদারে ঘুমই আসছে না বিমান-সেলিমদের

তিনি আরও বলেছিলেন, "বহু মানুষ এই মশারি কিনতে ভিড় করেছেন। বাংলাদেশ থেকে ভারতে এসে এমন মেলায় সামিল হতে পেরেছি বলে ভালো লাগছে। এই প্রথম ভারতে এসেছি। আগামী দিনেও এই ধরনের মেলায় বাংলাদেশের স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের সঙ্গে জড়িত মহিলারা যাতে আসতে পারেন। সেই আশাই করছি।"

মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক বলেন, "সম্প্রতি বাংলাদেশে গিয়ে বিভিন্ন হস্তশিল্পের সঙ্গে মহিলাদের সম্পর্কের বিষয়ে আমরা জানতে পারি। তারপরেই এই মেলার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। এই মেলার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলেই আমাদের আশা।"

আরও পড়ুন- Premium: এমন নজির সত্যিই বেশ বিরল! চিকিৎসকের এমন কীর্তি জানলে তাজ্জব হবেন!

Maldah West Bengal Magic Moshari
Advertisment