INDIA Bloc Leaders Protest: অষ্টাদশ লোকসভার অধিবেশন শুরুর আগে দিল্লিতে সংসদ ভবনের বাইরে কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভে তৃণমূলের সাংসদরাও। ইন্ডিয়া জোটের সব সাংসদ আজ কংগ্রেসের নেতৃত্বে এককাট্টা হয়ে বিক্ষোভে সামিল হয়েছিলেন। সংবিধানকে অগ্রাহ্য করে লোকসভায় প্রোটেম স্পিকার নিয়োগ, এই অভিযোগে এমন বেনজির বিক্ষোভ ইন্ডিয়া জোটের।
আজ থেকেই শুরু হয়ে গেল অষ্টাদশ লোকসভার অধিবেশন। আজই লোকসভায় প্রোটেম স্পিকারের নিয়োগ। সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে প্রোটেম স্পিকার নিয়োগ মোদী সরকারের, এই অভিযোগে এদিন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর নেতৃত্বে সংসদের বাইরে বিক্ষোভ দেখায় ইন্ডিয়া জোট। সেই বিক্ষোভে বিরোধী অন্য দলগুলির পাশাপাশি ছিল তৃণমূলও।
তৃণমূলের বর্ষীয়ান সাংদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "আমাদের দায়িত্ব সংবিধানকে রক্ষা করা। সরকারকে সংবিধান রক্ষার জন্য দিশা দেখানোর জন্য আমাদের প্রতিবাদ কর্মসূচি। দেশের সংবিধান বাঁচাতে হবে। একতরফা সব কিছু করা হচ্ছে।" তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, "সংবিধানকে অগ্রাহ্য করে প্রোটেম স্পিকার নিয়োগ করেছে মোদী সরকার।" এদিন সংবিধানের প্রতীকী বই হাতে বিক্ষোভে ফেটে পড়েন বিরোধী সাংসদরা।
আরও পড়ুন- Modi On Parliament Session: জরুরি অবস্থার উল্লেখ করে কংগ্রেসকে নিশানা মোদীর, প্রথম অধিবেশনেই উত্তাল সংসদ
এদিকে, এদিন দেশের ১৮ তম লোকসভার অধিবেশন শুরুর আগে মিডিয়ার সামনে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, "সংসদে তরুণ সাংসদদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সরকার চালাতে যেমন সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, তেমন দেশ চালাতে ঐকমত্য প্রয়োজন। আমাদের সরকার চেষ্টা করবে যাতে সবার সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া যায় এবং দেশের স্বার্থে কাজ করা যায়।"
আরও পড়ুন- বাংলায় বসে বড়সড় নাশকতার ছক? কাঁকসায় জঙ্গি যোগে ধৃত হবিবুল্লাহকে জেরায় চাঞ্চল্যকর তথ্য