/indian-express-bangla/media/media_files/2025/07/09/delhi-bound-indigo-flight-with-175-passengers-makes-emergency-landing-in-patna-2025-07-09-11-43-21.jpg)
পাঁচ বছর পর আবারও ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা শুরু হতে চলেছে
পাঁচ বছর পর আবারও ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা শুরু হতে চলেছে। আজ ২৬ অক্টোবর রাত ১০টায় কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্ডিগোর ফ্লাইট 6E1703 গুয়াংজুর উদ্দেশে উড়ে যাবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে বিমান চলাচল পুনরায় শুরু হচ্ছে। আগামী ৯ নভেম্বর থেকে দিল্লি-গুয়াংজু রুটেও পরিষেবা চালু হবে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত কেবল আকাশপথে যাত্রা পুনরায় শুরু নয়, বরং ভারত-চীন কূটনৈতিক সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।
আরও পড়ুন- রাজপুরে নিজের ফ্ল্যাটে আক্রান্ত কেন্দ্রীয় শুল্ক আধিকারিক, পাশে থেকে সাহায্যের আশ্বাস শুভেন্দুর
২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর দুই দেশের মধ্যে সম্পর্ক কার্যত তলানিতে ঠেকে। সরাসরি বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, বাণিজ্য ও শিক্ষা বিনিময়েও প্রভাব পড়েছিল। কয়েক দফা সামরিক ও কূটনৈতিক আলোচনার পর উত্তেজনা কিছুটা প্রশমিত হয় এবং সীমান্তবর্তী এলাকাগুলি থেকে সেনা প্রত্যাহার শুরু হয়।
আরও পড়ুন- রেলের বড় সিদ্ধান্ত, আগামী সোমবার থেকেই এই ট্রেনগুলি আর দাঁড়াবে না বিধাননগর রোড স্টেশনে
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে তিয়ানজিনে অনুষ্ঠিত বৈঠকে সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালুর বিষয়ে আলোচনা হয়। এরপরই ফের বিমান চালুর উদ্যোগ নেওয়া হয়। কূটনৈতিক বিশ্লেষকদেরমতে, সাম্প্রতিককালে সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার মধ্যে কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় চালু করা এবং এবার বিমান চলাচল শুরু হওয়া একটি ইতিবাচক বার্তা বহন করছে।
এই নতুন রুট চালু হওয়ায় ভারত ও চিনের মধ্যে ব্যাবসা-বাণিজ্য, চিকিৎসা ও ধর্মীয় ক্ষেত্র বিশেষ ভাবে গতি পাবে। সরাসরি বিমান চালুর ফলে ফলে যাত্রার সময় কমবে, খরচও হ্রাস পাবে। ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানির ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। বিমান শিল্প সূত্রে জানা গেছে, প্রতিক্রিয়া ভালো হলে আগামী কয়েক মাসের মধ্যেই মুম্বই, বেঙ্গালুরু ও চেন্নাই থেকেও চিনের বিভিন্ন শহরে সরাসরি বিমান পরিষেবা শুরু হতে পারে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us