Advertisment

ইন্ডিয়া জোটের বৈঠক, 'তিতিবিরক্ত' মমতা! কেন অভিষেককে নিয়ে তড়িঘড়ি ধরলেন কলকাতার বিমান?

মুম্বইয়ে বিরোধী জোটের বৈঠকে তাল কাটল।

author-image
IE Bangla Web Desk
New Update
india divided over seat sharing timeline and mamata skips joint press meeting

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মুম্বইয়ে বিরোধী জোটের বৈঠকে তাল কাটল। চব্বিশের লোকসভা ভোটের আগে বিরোধী ইন্ডিয়া জোটের পাটনা, বেঙ্গালুরুর পর এবার মুম্বইতে ছিল দু'দিনের মেগা বৈঠক। তিন দফায় বৈঠক হয়ে গেলেও এখনও আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত রূপরেখা তৈরি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তৃণমূলই নয়, চব্বিশের লড়াইয়ে বিরোধী দলগুলির মধ্যে দ্রুত আসন সমঝোতা চেয়েছে আম আদমি পার্টি, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), সমাজবাদী পার্টি (এসপি) এবং জনতা দল (ইউনাইটেড) সহ আরও কিছু দল।

Advertisment

ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠকেও আসন-রফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো। গতকাল মুম্বইয়ে জোটের নেতাদের সঙ্গে যৌথ সাংবদিক সম্মেলনেও যোগ দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষ হতেই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তৃণমূলনেত্রী। তৃণমূলের সিনিয়র সাংসদ ডেরেক ও'ব্রায়েনও জোটের নেতাদের সঙ্গে সাংবাদিক সম্মেলনে যোগ দেননি।

সূত্রের খবর, আগামী বছরের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধীদের সঙ্গে ইন্ডিয়া জোটে সক্রিয় ভূমিকা নেওয়ার সিদ্ধান্তই নিয়েছে তৃণমূল। তবে বিরোধীদের মধ্যে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত করার একটি সময়সীমা নির্ধারণের দাবি তুলেছে তৃণমূল নেতৃত্ব। সূত্র মারফত আরও জানা গিয়েছে, আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও বিরোধী দলগুলির মধ্যে দ্রুত আসন ভাগাভাগি চূড়ান্ত করার উপরে জোর দিয়েছেন।

আরও পড়ুন- রাজ্যে তীব্র বিদ্যুৎ সংকট! সমস্যা না মিটলে এবার কোন চরম পথ ধরবেন শুভেন্দু?

যত তাড়াতাড়ি সম্ভব আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করা উচিত বলে তিনি যুক্তি দিয়ে জানিয়েছেন। কংগ্রেসের একটি সূত্র থেকে জানা গিয়েছে, পঞ্জাব, কেরালা এবং পশ্চিমবঙ্গ বাদ দিয়ে ৫৪৫টি আসনের মধ্যে ৪৪০টিতে জোটের প্রার্থী দেওয়া হতে পারে।

একাধিক সূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, কেরালা এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতে নিজেদের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এড়িয়ে তৃণমূল, বাম ও কংগ্রেসকে সবচেয়ে বেশি সংখ্যক আসনে সর্বসম্মত প্রার্থী দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা চালাতে বলেছে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্ব। এর আগে পাটনা ও বেঙ্গালুরুতে ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছিল। সেই বৈঠকে একটি রেজোলিউশনও পাস হয়। যাতে লেখা ছিল, "আমরা, ইন্ডিয়া জোটের দলগুলি, আসন্ন লোকসভা নির্বাচনে এইভাবে যতদূর সম্ভব একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি…।"

আরও পড়ুন- লিপস অ্যান্ড বাউন্ডসে ইডি, কোর্টে নালিশ, বিতর্কিত ১৬ ফাইল নিয়ে কী বলল আদালত?

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে বিরোধী দলগুলির মধ্যে আসন রফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার গুরূত্বও অপরিসীম। এপ্রসঙ্গে বৈঠকে যোগদানকীরা এক প্রবীণ রাজনীতিদ জানিয়েছেন, আসন ভাগাভাগি নিয়ে সেপ্টেম্বর মাসের শেষ দিকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

abhishek banerjee West Bengal CONGRESS NDA India tmc bjp loksabha election 2024 Mamata Banerjee
Advertisment