/indian-express-bangla/media/media_files/2025/08/07/modi-trump-2025-08-07-09-34-14.jpg)
গুঁতো খেতেই মোদীর গুণগান, দিশেহারা ট্রাম্পকে পাল্টা জবাবে কী বললেন প্রধানমন্ত্রী?
Donald Trump: ভারত-মার্কিন বাণিজ্যিক উত্তেজনার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ভালো বন্ধু’ ও ‘মহান প্রধানমন্ত্রী’ বলে উল্লেখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি বলেন, “ভারত ও আমেরিকার মধ্যে বিশেষ এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। মাঝে মধ্যে সম্পর্কে কিছু কারণে 'উত্তেজনা' দেখা দিলেও দুই দেশের সম্পর্ক দৃঢ় ও অটুট থাকবে।”ট্রাম্পের এই মন্তব্যের জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, “মার্কিন প্রেসিডেন্টের অনুভূতি ও ইতিবাচক মূল্যায়নের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমাদের সম্পর্কের এই মজবুত ভিত্তিকে আমি সম্পূর্ণ সমর্থন করি।”
আরও পড়ুন- প্রাথমিক নিয়োগ মামলায় আদালতে আত্মসমর্পণ রাজ্যের ডাকাবুকো মন্ত্রীর
সম্প্রতি আমেরিকা ভারত থেকে আমদানি করা পণ্যের উপর ৫০% শুল্ক আরোপ করেছেন। এই সিদ্ধান্তের জেরেই দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ কিছুটা অবনতি হয়েছে। তবে বাণিজ্যিক দ্বন্দ্ব থাকা সত্ত্বেও কূটনৈতিক ও কৌশলগত স্তরে ভারত-আমেরিকার সম্পর্ক দৃঢ় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রতিরক্ষা, প্রযুক্তি, জ্বালানি ও ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা ক্রমশ বাড়ছে দুই দেশের মধ্যে। মোদীর কথায়, “ভারত ও আমেরিকার মধ্যে একটি ইতিবাচক ও দূরদর্শী বৈশ্বিক অংশীদারিত্ব রয়েছে। কৌশলগত ক্ষেত্রেই দুই দেশের সহযোগিতা সম্পর্ককে আরও শক্তিশালী করছে।”
Deeply appreciate and fully reciprocate President Trump's sentiments and positive assessment of our ties.
— Narendra Modi (@narendramodi) September 6, 2025
India and the US have a very positive and forward-looking Comprehensive and Global Strategic Partnership.@realDonaldTrump@POTUShttps://t.co/4hLo9wBpeF
আরও পড়ুন-বাংলার হলে নেই 'দ্য বেঙ্গল ফাইলস', 'সত্য গোপন রাখা যাবে না', তৃণমূলকে তুলোধনা দিলীপের
প্রধানমন্ত্রী মোদীর এই প্রতিক্রিয়াকে পর্যবেক্ষকরা কূটনৈতিক সৌজন্যের নিদর্শন বলে মনে করছেন। তাঁর বার্তায় প্রতিরক্ষা, বাণিজ্য, প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তনের মতো ক্ষেত্রে ভারত-মার্কিন সহযোগিতার ওপর জোর দেওয়া হয়েছে। এর ফলে শুল্ক সংক্রান্ত অস্বস্তি সত্ত্বেও দুই দেশের সম্পর্ক যে শক্তিশালী পথেই এগোচ্ছে, তা স্পষ্ট।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us