PM Modi Donald Trump: গুঁতো খেতেই মোদীর গুণগান, দিশেহারা ট্রাম্পকে পাল্টা জবাবে কী বললেন প্রধানমন্ত্রী?

Donald Trump: হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “আমি সবসময় মোদীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করব। তিনি একজন মহান প্রধানমন্ত্রী। ভারত ও আমেরিকার মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে, এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।”

Donald Trump: হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “আমি সবসময় মোদীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করব। তিনি একজন মহান প্রধানমন্ত্রী। ভারত ও আমেরিকার মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে, এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।”

author-image
IE Bangla Web Desk
New Update
modi trump, US import tariff on India, additional tariff by Trump, India Russia oil trade, Trump tariff decision 2025, India US trade tensions, Rahul Gandhi on US tariff, Modi government oil policy, US India diplomatic relations, Indian economy 2025, international politics trade war

গুঁতো খেতেই মোদীর গুণগান, দিশেহারা ট্রাম্পকে পাল্টা জবাবে কী বললেন প্রধানমন্ত্রী?

Donald Trump: ভারত-মার্কিন বাণিজ্যিক উত্তেজনার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ভালো বন্ধু’ ও ‘মহান প্রধানমন্ত্রী’ বলে উল্লেখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি বলেন, “ভারত ও আমেরিকার মধ্যে বিশেষ এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। মাঝে মধ্যে সম্পর্কে কিছু কারণে 'উত্তেজনা' দেখা দিলেও দুই দেশের সম্পর্ক দৃঢ় ও অটুট থাকবে।”ট্রাম্পের এই মন্তব্যের জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, “মার্কিন প্রেসিডেন্টের অনুভূতি ও ইতিবাচক মূল্যায়নের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমাদের সম্পর্কের এই মজবুত ভিত্তিকে আমি সম্পূর্ণ সমর্থন করি।”

Advertisment

আরও পড়ুন- প্রাথমিক নিয়োগ মামলায় আদালতে আত্মসমর্পণ রাজ্যের ডাকাবুকো মন্ত্রীর

সম্প্রতি আমেরিকা ভারত থেকে আমদানি করা পণ্যের উপর ৫০% শুল্ক আরোপ করেছেন। এই সিদ্ধান্তের জেরেই দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ কিছুটা অবনতি হয়েছে। তবে বাণিজ্যিক দ্বন্দ্ব থাকা সত্ত্বেও কূটনৈতিক ও কৌশলগত স্তরে ভারত-আমেরিকার সম্পর্ক দৃঢ় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রতিরক্ষা, প্রযুক্তি, জ্বালানি ও ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা ক্রমশ বাড়ছে দুই দেশের মধ্যে। মোদীর কথায়, “ভারত ও আমেরিকার মধ্যে একটি ইতিবাচক ও দূরদর্শী বৈশ্বিক অংশীদারিত্ব রয়েছে। কৌশলগত ক্ষেত্রেই দুই দেশের সহযোগিতা সম্পর্ককে আরও শক্তিশালী করছে।” 

Advertisment

আরও পড়ুন-বাংলার হলে নেই 'দ্য বেঙ্গল ফাইলস', 'সত্য গোপন রাখা যাবে না', তৃণমূলকে তুলোধনা দিলীপের

প্রধানমন্ত্রী মোদীর এই প্রতিক্রিয়াকে পর্যবেক্ষকরা কূটনৈতিক সৌজন্যের নিদর্শন বলে মনে করছেন। তাঁর বার্তায় প্রতিরক্ষা, বাণিজ্য, প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তনের মতো ক্ষেত্রে ভারত-মার্কিন সহযোগিতার ওপর জোর দেওয়া হয়েছে। এর ফলে শুল্ক সংক্রান্ত অস্বস্তি সত্ত্বেও দুই দেশের সম্পর্ক যে শক্তিশালী পথেই এগোচ্ছে, তা স্পষ্ট।

Donald Trump modi