/indian-express-bangla/media/media_files/2025/09/13/cats-2025-09-13-18-33-21.jpg)
ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তুঙ্গে উত্তেজনা, উঠল বয়কটের ডাক, সরব পহেলগাঁও হামলায় নিহতের পরিবারও
১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারত-পাকিস্তানের বহু প্রতীক্ষিত ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে দুবাইতে। তবে তার আগে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। সাম্প্রতিক পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে বিরোধীরা এই ম্যাচ বয়কট করার দাবি জানিয়েছে। অন্যদিকে সরকার জানিয়েছে, এটি একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং খেলায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক, নইলে ভারত টুর্নামেন্ট থেকে বাদ পড়বে।
বিজেপি নেতা অনুরাগ ঠাকুর পরিষ্কার জানিয়েছেন, ভারত পাকিস্তানের সাথে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না, তবে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া বাধ্যতামূলক। তাঁর মতে, ম্যাচ না খেললে পাকিস্তান না খেলেই পয়েন্ট পাবে এবং ভারত প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে।
অন্যদিকে বিরোধীরা সরকারের অবস্থানকে তীব্র আক্রমণ করেছে। আম আদমি পার্টি নেতা সঞ্জীব ঝা প্রশ্ন তুলেছেন, “যখন দেশের বীর জওয়ানরা রক্ত দিচ্ছেন, তখন ক্রিকেট কিভাবে সম্ভব?” মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করে জানতে চেয়েছেন, “পাকিস্তানের সাথে ম্যাচ আয়োজনের প্রয়োজনটাই বা কী?” শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে খেলা বয়কটের ডাক দিয়েছেন।
এই বিতর্কে শহিদদের পরিবারও সরব হয়েছে। পহেলগাঁও হামলায় নিহত শুভম দ্বিবেদীর স্ত্রী ঐশণ্য দ্বিবেদী বিসিসিআইয়ের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে জনগণকে ম্যাচ বয়কটের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, " পাকিস্তান এই অর্থ সন্ত্রাসবাদে ব্যবহার করবে।" শুভমের বাবা সঞ্জয় দ্বিবেদীও একই দাবি জানিয়ে বলেছেন, "পাকিস্তানের সাথে কোনও সম্পর্ক থাকা উচিত নয়—সেটি রাজনৈতিক হোক বা ক্রীড়াক্ষেত্রের।"
#WATCH | Kanpur, UP: On upcoming India vs Pakistan match in Asia Cup 2025, Aishanya Dwivedi - wife of Pahalgam terror attack victim Shubham Dwivedi, says, "BCCI should not have accepted a match between India and Pakistan...I think BCCI is not sentimental towards those 26… pic.twitter.com/1tAu9wjqSo
— ANI (@ANI) September 13, 2025
সরকার ও বিরোধী শিবিরের টানাপোড়েনে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। যদিও নির্ধারিত সময়ে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই প্রবল, তবে এর রাজনৈতিক রেশ দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us