Women’s World Cup 2025: ইতিহাস গড়ল ভারতের মেয়েরা! হরমনপ্রীতের নেতৃত্বে বিশ্বকাপ জয়, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

India women cricket team:মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো মহিলা বিশ্বকাপ জয় করল ভারতের মহিলা ক্রিকেট দল। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ঐতিহাসিক এই জয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

India women cricket team:মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো মহিলা বিশ্বকাপ জয় করল ভারতের মহিলা ক্রিকেট দল। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ঐতিহাসিক এই জয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
India women cricket team, Harmanpreet Kaur, Jhulan Goswami, Mitali Raj, Women’s World Cup 2025, India vs South Africa final, Mumbai dy patil Stadium, Mamata Banerjee reaction, Indian women victory, cricket history, women empowerment, sports news, Team India celebration, Renuka Singh, Smriti Mandhana, Indian pride,ভারত মহিলা ক্রিকেট দল, হরমনপ্রীত কৌর, মমতা বন্দ্যোপাধ্যায়, মহিলা বিশ্বকাপ ২০২৫, ঝুলন গোস্বামী, মিতালি রাজ, দক্ষিণ আফ্রিকা ফাইনাল, ওয়াংখেড়ে স্টেডিয়াম, ভারতের জয়, নারী শক্তি, ঐতিহাসিক জয়, ক্রিকেট সংবাদ, রেণুকা সিং, স্মৃতি মান্ধানা, ভারতের গর্ব, বিশ্বজয়

Women’s World Cup 2025: ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

India women cricket team: গতকাল রাতে মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে নতুন ইতিহাস রচনা করল ভারতের মহিলা ক্রিকেট দল। হরমনপ্রীত কৌরের দুর্দান্ত নেতৃত্বে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয় করল ভারতীয় মহিলা দল। এই ঐতিহাসিক জয়ের মুহূর্তে উচ্ছ্বাসে ভাসছে গোটা দেশ। ১৪০ কোটির বেশি ভারতবাসী গর্বিত এই স্বপ্নপূরণের রাতে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Advertisment

“গর্বিত ভারত, গর্বিত নারীশক্তি”

হরমনপ্রীতের নেতৃত্বে টুর্নামেন্ট জুড়ে লড়াই, নিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাসের এক দুর্দান্ত উদাহরণ দেখা গিয়েছে। গতকাল ফাইনালের মঞ্চে ভারত প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে তোলে ২৯৮ রান। পরে ব্যাট করতে নেমে ২৪৬ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ের সঙ্গে ভারতের মহিলা ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হলো। ২০১৭ সালের ফাইনালের সেই বেদনাদায়ক হার যেন গতরাতে চিরতরে ভুলিয়ে দিলেন হরমনপ্রীত ও তাঁর দলবল। আট বছরের অপেক্ষা শেষে ভারত পেল মহিলাদের বিশ্বকাপের কাঙ্ক্ষিত ট্রফি।

আরও পড়ুন- Kolkata weather Update: নভেম্বরেও নেই শীতের দেখা! দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের

Advertisment

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা ও শুভেচ্ছা:

ভারতের মহিলা দলের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর এক্স (X) পোস্টে লিখেছেন, “আজ, সমগ্র জাতি আমাদের নারী দলের বিশ্বকাপ ফাইনালে তাদের কৃতিত্বের জন্য অবিশ্বাস্যভাবে গর্বিত। টুর্নামেন্ট জুড়ে তারা যে লড়াই দেখিয়েছে তা তরুণ মেয়েদের প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণা। তোমরা প্রমাণ করেছ, তোমরাই সত্যিকারের নায়ক!”

আরও পড়ুন-'ইতিহাস গড়ল দেশ, স্যালুট', আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতের জয়ে আপ্লুত মোদী

দেশজুড়ে অভিনন্দনের বন্যা:

ভারতের এই ঐতিহাসিক জয়ের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, বলিউড তারকা ও ক্রীড়াবিদরা টুইট ও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন। ২০১৭ সালের অসমাপ্ত স্বপ্নের সমাপ্তি ঘটিয়ে ভারতের মহিলা দল প্রমাণ করে দিয়েছে—“নারী মানেই শক্তি, নারী মানেই জয়।” এই ট্রফি শুধু একটি দল নয়, গোটা দেশের প্রতিটি নারীর জয়ের প্রতীক হয়ে উঠল।

আরও পড়ুন- Afghanistan Earthquake: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পৃথিবী, মৃত একাধিক, শতাধিক আহত, তুমুল চাঞ্চল্যে হুলস্থূল

west bengal latest news weather latest news CM Mamata banerjee Women’s World Cup 2025 India women cricket team