Advertisment

Victoria Memorial Hall: ভিআইপি-কে 'অপহরণ' করা হলে কোন পথে উদ্ধার? সাতসকালে ভিক্টোরিয়ায় মহড়ায় সেনা

Victoria Memorial Hall: বৃহস্পতিবার সাতসকালে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল চত্বরের দখল নেয় সেনাবাহিনী। কিছু বুঝে ওঠার আগেই শুরু মহড়া-পর্ব।

author-image
IE Bangla Web Desk
New Update
Indian Army Mock Drill at Victoria Memorial Hall Kolkata: ভিক্টোরিয়া মেমোরিয়াল জঙ্গি হামলা মক ড্রিল ভারতীয় সেনা

Indian Army Mock Drill at Victoria Memorial Hall: চলছে ভারতীয় সেনাবাহিনীর মক-ড্রিল।

Indian Army Mock Drill at Victoria Memorial Hall : সাতসকালে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল প্রাঙ্গণ ছেয়ে ফেলল ইন্ডিয়ান আর্মি। শহর কলকাতার প্রাণকেন্দ্রে রুদ্ধশ্বাস এক 'অভিযান' ঘিরে তুলকালাম চাঞ্চল্য। ভিক্টোরিয়ার সামনে এক রুদ্ধশ্বাস-পর্ব, তবে নেহাতই এটা একটা মহড়া। কোনও ভিআইপিকে জঙ্গিরা অপহরণ করলে মোকাবিলায় কী পদক্ষেপ করবেন ভারতীয় সেনা-জওয়ানরা? তারই মহড়া চলল আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল চত্বরে।

Advertisment

কোনও এক ভিআইপি-কে জঙ্গিরা অপহরণ করলে কীভাবে তাঁকে উদ্ধার করা হবে সে ব্যাপারেই আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল প্রাঙ্গণে মহড়া দিতে দেখা গেল ভারতীয় সেনা-জওয়ানদের। এক কথায় এটা ছিল একটা মক ড্রিল। এমনভাবে প্রেক্ষাপট সাজানো হয়েছিল, যাতে করে মনে হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের মধ্যে কোনও এক ভিআইপি-কে অপহরণ করে আটকে রেখেছে জঙ্গিরা। 

ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের বাইরের চত্বর যেন বিস্ফোরকে ঠাসা। দিকে দিকে যেন বিস্ফোরক রেখেছে জঙ্গিরা। সত্যিই কোনওদিন যদি এমন কোনও পরিস্থিতি তৈরি হয় তাহলে কীভাবে তার মোকাবিলা করবে ভারতীয় সেনা? তারই মহড়া চলল এদিন সকালে। অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার সকাল ন'টা নাগাদ স্বাভাবিক ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাঙ্গণ চত্বর। হঠাৎই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় টিকিট কাউন্টারও। 

মুহূর্তের মধ্যে তুমুল সক্রিয় হতে দেখা যায় সিআইএসএফ-এর বাহিনী এবং সেনা-জওয়ানদের। ওয়াকিটকিতে কোনও এক জওয়ানকে বলতে শোনা যায় ভিআইপি-কে ভিক্টোরিয়া হলের ভিতরে আটকে রাখার কথা। এরপরের আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট সময় ধরে রুদ্ধশ্বাস মহড়া পর্ব চলে।

Terrorist Attack Victoria Memorial Hall Indian army
Advertisment