Advertisment

Bangladeshi Fishermen: গভীর সমুদ্রে দুরন্ত তৎপরতা! বাংলাদেশি মৎস্যজীবীদের প্রাণে বাঁচালেন ভারতীয়রা

Bangladeshi Fishermen: উত্তাল সমুদ্রে ডুবে গিয়েছে বাংলাদেশী মৎস্যজীবীদের একটি ট্রলার। সেই ট্রলার থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছিলেন বাংলাদেশিরা। এর পরের ঘটনা জানলে গায়ে কাঁটা দেবে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
indian fishermen rescue Bangladeshi Fishermen, বাংলাদেশি মৎস্যজীবীদের প্রাণে বাঁচালেন ভারতীয় মৎস্যজীবীরা

বাংলাদেশি মৎস্যজীবীদের প্রাণে বাঁচালেন ভারতীয় মৎস্যজীবীরা। ছবি: মীনা মণ্ডল।

Bangladeshi Fishermen: বাংলাদেশি মৎস্যজীবীদের বাঁচাতে মৃত্যু-ভয় উপেক্ষা করে এগিয়ে গেলেন ভারতীয় মৎস্যজীবীরা। নিদারুণ তৎপরপতার সঙ্গে ডুবে যাওয়া ট্রলারের ১২ বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করেন ভারতীয় মৎস্যজীবীরা। উত্তাল সমুদ্রে বাংলাদেশি মৎস্যজীবীদের ট্রলারটি ডুবে যায়। কোনও মতে ট্রলারের মৎস্যজীবীরা সমুদ্রে ভেসে থেকে প্রাণে বাঁচার চেষ্টা করেন।

Advertisment

ডুবে যাওয়া বাংলাদেশি ট্রলারের মৎস্যজীবীদের উদ্ধার করলেন ভারতীয় মৎস্যজীবীরা। জানা গিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ থাকার কারণে এফ. বি. পারমিতা ৫ নামক একটি ভারতীয় ট্রলার সমুদ্র থেকে উপকূলে ফিরে আসছিল। ফিরে আসার সময় ওই ট্রলারের মৎস্যজীবীরা বেশ কয়েকজনকে সমুদ্রে ভেসে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁরা ভেসে থাকা ওই ব্যক্তিদের উদ্ধার করেন। 

এরপরই ভারতীয় মৎস্যজীবীরা জানতে পারেন, উদ্ধার হওয়া ব্যক্তিরা প্রত্যেকেই বাংলাদেশের মৎস্যজীবী। এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, "বৃহস্পতিবার বিকেলে সমুদ্র থেকে ফিরে আসার সময় ভারতীয় মৎস্যজীবীরা বাংলাদেশি মৎস্যজীবীদের সমুদ্রে ভেসে থাকতে দেখতে পান। ১২ জন মৎস্যজীবীকে উদ্ধার করে পাথরপ্রতিমার ফেরিঘাটে নিয়ে আসা হয়েছে। তবে একজন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া মৎস্যজীবীদের পাথরপ্রতিমা থানার হাতে তুলে দেওয়া হয়েছে।"

অন্যদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার উদ্ধার হওয়া মৎস্যজীবীদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে। তবে তাঁর আগে তাঁদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করা হবে।

Indian Fishermen Bangladesh Fishermen
Advertisment