কলকাতা-সহ আশেপাশের বাজারে কাঁচা লঙ্কার দাম আকাশ ছুঁয়েছে। কেজি প্রতি ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কাঁচা লঙ্কা। মহার্ঘ্য সেই আনাজই দেদার পাঠানো হচ্ছে বাংলাদেশে। কলকাতা থেকে ট্রাক-ট্রাক কাঁচা লঙ্কা বাংলাদেশে পাঠাচ্ছে ভারত সরকার। বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম 'প্রথম আলো'র প্রকাশিত খবর অনুযায়ী, রবিবার সকালে বাংলাদেশের সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে বাংলাদেশে ঢুকেছে ভারত থেকে পাঠানো ৬০ মেট্রিক টন কাঁচা লঙ্কা।
বাংলাদেশের প্রথম সারির সংবদমাধ্যম 'প্রথম আলো'র প্রকাশিত খবর অনুযায়ী, ভারত থেকে বাংলাদেশে আরও কাঁচা লঙ্কা পাঠানো হতে পারে। উল্লেখ্য, ইদের দিন কয়েক আগে থেকে বাংলাদেশে কাঁচা লঙ্কার দাম অত্যধিক বেড়ে গিয়েছিল। সেই কারণেই পড়শি দেশ থেকে কাঁচা লঙ্কার আমদানিতে উদ্যোগী হয় বাংলাদেশ সরকার। 'প্রথম আলো'য় প্রকাশিত খবর অনুযায়ী, ভোমরা বন্দর এজেন্ট অ্যাসেসিয়েশন সূত্রে জানা গিয়েছে, টানা পাঁচদিন বন্ধ থাকার পর রবিবার বন্দর খোলে। ওই দিন সকালে ভারত থেকে ৬০ মেট্রিক টন কাঁচা লঙ্কা গিয়েছে বাংলাদেশে।
আরও পড়ুন- পঞ্চায়েতের মাঝেই লঙ্কাকাণ্ডে ছারখার বাজার, দোসর আদা-টমেটো
সাতক্ষীরার কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহিম 'প্রথম আলো'কে জানিয়েছেন, সাতক্ষীরার বাজারে ৪০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে কাঁচা লঙ্কা। তবে ভারত থেকে কাঁচা লঙ্কা ঢোকার পর সেই দাম কমবে বলে আশাবাদী তিনি। কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের বাজারে কাঁচা লঙ্কা কেজি প্রতি ৫০-থেকে ৬০ টাকায় নেমে আসবে বলেও আশাবাদী তিনি।
আরও পড়ুন- ভোররাতে বিকট আওয়াজে ঘুম ভাঙল গ্রামের, ফাঁকা মাঠে রক্তারক্তি কাণ্ডে হুলস্থূল!
এদিকে, কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে কাঁচা লঙ্কার দাম লাগামছাড়া। কোথাও ৩০০ কোথাও ৩৫০ কোথাও আবার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা লঙ্কা। লঙ্কার দামে চোখ জল আম আদমির। শুধু কাঁচা লঙ্কাই নয়, টমেটো, আদা, বেগুন, উচ্চে, করোলা-সহ সব শাক সবজির দাম হু-হু করে বাড়ছে। শাক সবজির দাম নিয়ন্ত্রণে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে নবান্নে। টাস্ক ফোর্সের সেই বৈঠকে শাক সবজির দাম কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেব্যাপারে আলোচনাও হয়েছে।