IRCTC: IRCTC টিকিট বুকিং নিয়ে বিরাট আপডেট, পুজোর আগেই যাত্রীদের সাবধান করল রেল

টিকিট কাটার আগে এই বিষয় মাথায় রাখুন।

টিকিট কাটার আগে এই বিষয় মাথায় রাখুন।

author-image
IE Bangla Web Desk
New Update
Indian Railway aware passengers

সোশ্যাল মিডিয়ায় IRCTC ওয়েবসাইটে টিকিট বুকিং এর নিয়ম সংক্রান্ত ভুল তথ্য। সাবধান করল রেল।

Indian Railway: সোশ্যাল মিডিয়ায় IRCTC ওয়েবসাইটে টিকিট বুকিং এর নিয়ম সংক্রান্ত ভুল তথ্য। সাবধান করল রেল।

Advertisment

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে IRCTC ওয়েবসাইটে টিকিট বুকিং এর ক্ষেত্রে নানান ধরণের ভ্রান্ত গুজব ছড়ানো হচ্ছে। এবার এই নিয়ে যাত্রীদের সতর্ক করল রেল। রেলের তরফে বলা হয়েছে, ভিন্ন পদবীর যাত্রীদের টিকিট বুকিং করা যাবেনা এজাতীয় ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। এজাতীয় তথ্য সম্পূর্ণ বিভ্রান্তিকর।

এব্যাপারে জানিয়ে রাখা ভালো, IRCTC ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুকিংয়ের নিয়ম রেল বোর্ডের গাইডলাইন অনুসরণ করেই তৈরি করা হয়েছে। এই সংক্রান্ত সমস্ত তথ্যই জনসাধারণের সামনে তুলে ধরা হয়েছে।

Advertisment

আরও পড়ুন : < BJP leader accused in rape and murder: নাবালিকাকে ধর্ষণ করে খুন, নাম জড়াল বিজেপি নেতার, তড়িঘড়ি দল থেকে বহিষ্কার >

তাও সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি কর তথ্যে কান না দেওয়ার আর্জি জানিয়েছে রেল জানিয়েছে-

১. যে কেউ ব্যক্তিগত User ID ব্যবহার করে বন্ধু, পরিবার বা নিকট পরিজনের টিকিট কাটতে পারবেন।
২. প্রত্যেক মাসে সর্বোচ্চ ১২ টি টিকিট কাটা যাবে। Aadhaar Authenticated User এর ক্ষেত্রে সর্বোচ্চ টিকিট কাটার এই সংখ্যা হবে মাসে ২৪ টি, যদি প্রত্যেক টিকিটে যেকোনো একজন প্যাসেঞ্জারের Aadhaar Authentication থাকে।
৩. ব্যক্তিগত User ID প্রয়োগ করে কাটা টিকিট বাজারে বিক্রি করে ব্যবসা করা যাবেনা। এটি রেলওয়ে এক্ট ১৯৮৯ এর ১৪৩ নং সেক্শন অনুযায়ী অপরাধ।

আরও পড়ুন : < Threatening phone call: বিখ্যাত বিরিয়ানির দোকানের মালিককে হুমকি, বিপুল টাকা চেয়ে ফোন তোলাবাজদের >

পাশাপাশি জনসাধারণের কাছে রেলের অনুরোধ, সোশ্যাল মিডিয়াতে প্রচারিত তথ্যের কোন নির্ভরযোগ্যতা নেই , সবসময় অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যেই বিশ্বাস রাখুন।

IRCTC indian railway Social Media