দেশের মধ্যে প্রথম কলকাতায় চালু হল ফাইভ জি অ্যাম্বুল্যান্স পরিষেবা। সৌজন্য অ্যাপোলো হাসপাতাল।
কেন ফাইভ জি অ্যাম্বুল্যান্স পরিষেবা উন্নত মানের? অসুস্থ রোগী অ্যাম্বুল্যান্সে থাকলে জরুরি বিভাগে বসেই তাঁকে মনিটরে দেখতে পাবেন চিকিৎসক। প্রাথমিক চিকিৎসা শুরু করে দেওয়া যেতে পারে। ফলে সুবিধা হবে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের রোগীদের।
রোগীকে অ্যাম্বুল্যান্সে তুলে ওয়াইফাই দিয়ে ফাইভ জি কানেক্ট করা হবে। রোগীর শয্যার পাশে থাকবে ক্যামেরা, মনিটর। হাসপাতালের জরুরি বিভাগে বসে রোগীকে দেখবেন চিকিৎসক।
উন্নত মানের এই অ্যাম্বুল্যান্স পরিষেবা পেতে ডায়াল করতে হবে ১০৬৬ নম্বরে। এই পরিষেবার জন্য অতিরিক্ত কোনও টাকা খরচ করতে হবে না। শুধুমাত্র অ্যাম্বুল্যান্সে যে ওষুধ দেওয়া হবে তার টাকা যুক্ত হবে চিকিৎসার বিলে।
শহরের এক পাঁচতারা হোটেলে ফাইভ জি অ্যাম্বুল্যান্স পরিষেবার সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অ্যাপোলো হাসপাতালের প্রেসিডেন্ট (হসপিটাল ডিভিশন) ডা. কে হরিপ্রসাদ, পূর্বাঞ্চলের সিইও রানা দাশগুপ্ত, ডিরেক্টর (মেডিক্যাল সার্ভিস) ড. সুরিন্দর সিং ভাটিয়া সহ অন্যান্যরা।