Indigo Flight Bomb Threat: বিমানে রয়েছে 'মানব বোমা', মাঝ আকাশে হঠাৎ হুমকি, রুদ্ধশ্বাস মুহূর্তে টানটান উত্তেজনা

Indigo Flight Bomb Threat: মুম্বই বিমানবন্দরে তীব্র চাঞ্চল্য। ‘মানব বোমা’র হুমকি ইমেলকে কেন্দ্র করে ধুন্ধুমার। জেদ্দা থেকে হায়দ্রাবাদগামী ইন্ডিগো ফ্লাইটের জরুরি অবতরণ

Indigo Flight Bomb Threat: মুম্বই বিমানবন্দরে তীব্র চাঞ্চল্য। ‘মানব বোমা’র হুমকি ইমেলকে কেন্দ্র করে ধুন্ধুমার। জেদ্দা থেকে হায়দ্রাবাদগামী ইন্ডিগো ফ্লাইটের জরুরি অবতরণ

author-image
IE Bangla Web Desk
New Update
indigo-flight-emergency-landing-fuel-leak-kolkata-to-srinagar-varanasi

বিমানে রয়েছে 'মানব বোমা', মাঝ আকাশে হঠাৎ হুমকি, রুদ্ধশ্বাস মুহূর্তে টানটান উত্তেজনা

Indigo Flight Bomb Threat:  মাঝ আকাশে 'মানব বোমা'র হুমকি! জেদ্দা-হায়দ্রাবাদ ইন্ডিগো ফ্লাইটের জরুরি অবতরণ মুম্বইয়ে। তুমুল চাঞ্চল্য।

Advertisment

আরও পড়ুন- বিহার নির্বাচনেও বিশেষ ধামাকা, মোদী ম্যাজিকে ভরসা NDA-এর, পাটনায় প্রধানমন্ত্রীর রোড শো ঘিরে তুঙ্গে উন্মাদনা

মুম্বই বিমানবন্দরে তীব্র চাঞ্চল্য। ‘মানব বোমা’র হুমকি ইমেলকে কেন্দ্র করে ধুন্ধুমার। জেদ্দা থেকে হায়দ্রাবাদগামী ইন্ডিগো ফ্লাইটের জরুরি অবতরণ। শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দর জুড়ে।

Advertisment

ইন্ডিগো সূত্রে জানা গেছে, শনিবার সকালে একটি ইমেল আসে যেখানে দাবি করা হয় যে, ফ্লাইট 6E 68-এ “মানব বোমা” রয়েছে। ইমেলটিতে আরও সতর্ক করা হয় যে বিমানটি যেন হায়দ্রাবাদে অবতরণ না করে। এমনকি, ইমেলে ১৯৮৪ সালের মাদ্রাজ বিমানবন্দরে ঘটে যাওয়া বিস্ফোরণের মতো হামলার হুমকিও দেওয়া হয়।

আরও পড়ুন- বঙ্গ রাজনীতির ছন্দপতন, না ফেরার দেশে জনপ্রিয় দাপুটে নেতা

তৎক্ষণাৎ বিমানবন্দর নিরাপত্তা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয় এবং পাইলটের সঙ্গে যোগাযোগ করা হয়। পরিস্থিতি বিবেচনা করে বিমানটি মুম্বইয়ে জরুরি অবতরণ করে। অবতরণের পর বিমান এবং যাত্রীদের সম্পূর্ণভাবে পরীক্ষা করা হয়, তবে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু মেলেনি। এতে স্বস্তি ফেরে বিমানবন্দর কর্তৃপক্ষের মধ্যে।

ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, “প্রোটোকল অনুযায়ী আমরা সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা পূর্ণ সহযোগিতা করেছি। যাত্রীদের অসুবিধা কমানোর জন্য জলখাবার ও নিয়মিত আপডেট দেওয়া হয়েছিল। আমাদের যাত্রী, ক্রু ও বিমানের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।”

আরও পড়ুন- ভয়ঙ্কর প্রতারণার বিরাট পর্দা ফাঁস খাস কলকাতায়, কীভাবে নিঃস্ব হলেন বৃদ্ধ দম্পতি? জানলে চমকে যাবেন

এদিকে, প্রাথমিক তদন্তে ইমেলটি প্রতারণামূলক বলে মনে হলেও, এখনও তা তদন্তাধীন। ইমেলটি কে এবং কোথা থেকে পাঠিয়েছে, তা খতিয়ে দেখছেন সাইবার বিশেষজ্ঞ ও স্থানীয় পুলিশ। ইন্ডিগো সূত্রে জানানো হয়েছে, প্রয়োজনে কেন্দ্রীয় তদন্ত সংস্থাকেও যুক্ত করা হতে পারে।

এই ঘটনার পর মুম্বাই ও হায়দ্রাবাদ বিমানবন্দরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। যাত্রীদেরও বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Indigo