Indonesia Earthquake: ৬.২মাত্রার প্রবল কম্পন, সাতসকালেই দুলে উঠল পৃথিবী, তুমুল চাঞ্চল্যে হুলস্থূল কান্ড

Indonesia Earthquake: প্রান বাঁচাতে রীতিমত ঘর বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন মানুষজন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। যদিও কম্পনের পরই সুনামির আশঙ্কা ছড়িয়ে পড়ে তবে পরবর্তীতে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।

Indonesia Earthquake: প্রান বাঁচাতে রীতিমত ঘর বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন মানুষজন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। যদিও কম্পনের পরই সুনামির আশঙ্কা ছড়িয়ে পড়ে তবে পরবর্তীতে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।

author-image
Sayan Sarkar
New Update
Myanmar Earthquake..

তীব্র কম্পন

Indonesia Earthquake: প্রবল কম্পনে সাতসকালেই কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শক্তিশালী ভূমিকম্পে ছড়ালো চরম আতঙ্ক। প্রান বাঁচাতে রীতিমত ঘর বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন মানুষজন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। যদিও কম্পনের পরই সুনামির আশঙ্কা ছড়িয়ে পড়ে তবে পরবর্তীতে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। 

Advertisment

প্রবল কম্পনে চরম আতঙ্ক

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে বুধবার ভোরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.২। দেশের আবহাওয়া, জলবায়ু সংস্থা (BMKG) ভূমিকম্পের ঘটনা নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সুনামির কোনও সতর্কতাও জারি করা হয়নি, যার ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। 

সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি সুলাওয়েসি দ্বীপের উত্তর উপকূলে রেকর্ড করা হয়েছে। এটি সাম্প্রতিক সপ্তাহগুলিতে এই অঞ্চলে দ্বিতীয় বৃহত্তম ভূমিকম্প। যদিও কম্পনের তীব্রতা যথেষ্ট ছিল।

Advertisment

গত সপ্তাহেও ইন্দোনেশিয়ার বান্দা সাগরে ৬.৬ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল, যার কেন্দ্র ছিল মালুকু দ্বীপপুঞ্জের কাছে প্রায় ১৩৭ কিলোমিটার গভীরে। সেদিনও কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ইন্দোনেশিয়াকে বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে ধরা হয়। বিশাল এই দ্বীপপুঞ্জটি প্রশান্ত মহাসাগরের "আগুনের বলয়" বা Ring of Fire-এ অবস্থিত। এই অঞ্চলটি এমন একটি ভূতাত্ত্বিক এলাকা, যেখানে পৃথিবীর প্রায় ৯০ শতাংশ ভূমিকম্প এবং ৭৫ শতাংশ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। 

রিং অফ ফায়ার

ইন্দোনেশিয়া ইন্দো-অস্ট্রেলিয়ান, ইউরেশিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় — এই তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, যার ক্রমাগত সংঘর্ষ ও গতিশীলতার কারণে এখানে প্রায়ই ভূমিকম্প হয়। ইন্দোনেশিয়ার প্রায় ২৭ কোটিরও বেশি মানুষ দ্বীপপুঞ্জ ও উপকূলীয় অঞ্চলে বাস করেন। ফলে ভূমিকম্প বা সুনামির ঝুঁকি এখানে সবসময়ই বেশি। ২০০৪ সালে ভারত মহাসাগরে সংঘটিত বিধ্বংসী সুনামির কথাই তার সবচেয়ে ভয়াবহ উদাহরণ, সেই ভূমিকম্পে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছিল।

ইন্দোনেশিয়া শুধু ভূমিকম্প নয়, আগ্নেয়গিরির দেশ হিসেবেও পরিচিত। এখানে প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। প্রতি বছর হাজার হাজার ছোট-বড় ভূমিকম্প ইন্দোনেশিয়ায় রেকর্ড করা হয়, যার অনেকগুলি এতই মৃদু যে সাধারণ মানুষ তা অনুভবই করতে পারেন না। তবে মাঝে মধ্যে বড় ভূমিকম্প প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ডেকে আনে, যা দেশটির জন্য উদ্বেগের কারণ।

আরও পড়ুন- আপনিও কি এই রাশির জাতক? চন্দ্র গোচরে আপনার জীবনে আসতে চলেছে নতুন ভোর, আনন্দে ভরে উঠবে জীবন

 নিরাপদ বিনিয়োগে পান গ্যারান্টি রিটার্ন, পোস্ট অফিসের এই স্কিমগুলির সুবিধা জানলে মাথা ঘুরে যাবে

ফের একবার সুনামি বেগে কমল সোনার দাম, বিয়ের সিজনে গ্রাহকদের মুখে চওড়া হাসির ঝলক

নভেম্বরের শুরুতেই পারদপতন, বঙ্গে শীতের আমেজ, ফের বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়

অনুরাধা নক্ষত্রে সূর্যের গোচর, এই রাশির জাতকদের জীবনে এখন শুধুই সাফল্য, দূর হবে অর্থকষ্ট

ধার-দেনা পারিবারিক অশান্তিতে জর্জরিত? দিক বদল করুন আয়নার, ৯৯% মানুষই জানেন না সঠিক স্থান

earthquake Indonesia