Advertisment

ED Summons: ঘোর বিপাকে মুখ্যমন্ত্রী মমতা ঘনিষ্ঠ শিল্পপতি? ইডি-র তলব পেয়েই হাজিরা সিজিও-তে

Harsh Neotia: পশ্চিমবঙ্গের বহু মামলায় তদন্ত করছে ইডি। শিক্ষা, পুরসভায় নিয়োগ দুর্নীতি থেকে গরু, কয়লা পাচার মামলার তদন্তভার এই কেন্দ্রীয় এজেন্সির হাতেই। ইডি সূত্রে খবর, এই সব দুর্নীতি মামলার তদন্তে দেখা যাচ্ছে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee, West Bengal

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ED Summons To Industrialist Harsh Neotia: এবার শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়াকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি)। তলব পেয়েই মঙ্গলবার সকাল সাতটা নাগাদ ওই শিল্পপতি হাজির হন ইডি দফতরে।

Advertisment

মঙ্গলবার সকালে দেখা যায়, সকাল সাতটার কিছু পরে সিজিও কমপ্লেক্সের সামনে এসে থামে শিল্পপতি নেওটিয়ার গাড়ি। গাড়ি থেকে নেমে তিনি সোজা ঢুকে যান ইডি দফতরে। কেন তাঁকে তলব করল ইডি? সাংবাদিকদের একাধিক প্রশ্নেও কোনও জবাব দেননি শিল্পপতি। শেষে তিনি শুধু বলেছেন, 'বলব, এসে বলব।'

কোন মামলায় তাঁকে তলব করা হয়েছে, তার কোনও স্পষ্ট উত্তর শিল্পপতি হর্ষ নেওয়াটিয়া দেননি।

আরও পড়ুন- West Bengal Weather Update: আজও জেলায় জেলায় ঝড়-জল, কোথায় কোথায় বৃষ্টি জানুন টাটকা আপডেট

বাংলার শিল্পমহলে পরিচিত নাম হর্ষবর্ধন নেওটিয়া। কলকাতাতেই তাঁর জন্ম, পড়াশোনা। বর্তমানে তিনি অম্বুজা নেওটিয়া গ্রুপের কর্ণধার। পশ্চিমবঙ্গে একাধিক শিল্প গড়েছেন তিনি। মূলত নির্মাণ কাজের সঙ্গে জড়িত তাঁর সংস্থা।

কিন্তু কেন হঠাৎ হর্ষ নেওয়াটিয়াকে ইডি তলব করল? পশ্চিমবঙ্গের বহু মামলায় তদন্ত করছে ইডি। শিক্ষা, পুরসভায় নিয়োগ দুর্নীতি থেকে গরু, কয়লা পাচার মামলার তদন্তভার এই কেন্দ্রীয় এজেন্সির হাতেই। ইডি সূত্রে খবর, এই সব দুর্নীতি মামলার তদন্তে দেখা যাচ্ছে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে। সেই সূত্রেই কী তাহলে তলব করা হল শিল্পপতি হর্ষ নেওয়াটিয়াকে?

Mamata Banerjee Enforcement Directorate tmc
Advertisment