Advertisment

রেশনের চালে ওগুলো কী? গ্রামজুড়ে হুলস্থূল কাণ্ড

কী পদক্ষেপ করল প্রশাসন?

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
Insects in Malda Manikachke ration rice , মালদার মানিকচকে রেশনের চালে পোকা

এই সেই চাল।

রেশনের চালে কিলবিল করছে পোকা। আর তা নজরে আসতেই রেশন ডিলারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।

Advertisment

বৃহস্পতিবার মানিকচক থানার ধনরাজ গ্রামে পোকাযুক্ত চাল বিলির ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ধনরাজ গ্রামের রেশন ডিলার ফুল মহম্মদ গ্রামবাসীদের জন্য দুয়ারে রেশনের মাধ্যমে রেশন সামগ্রি দেওয়ার কাজ শুরু করেন। আর তখনই বিলি করা চালে পোকা থাকার অভিযোগ তুলে ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা। গ্রাহকদের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের রেশন সামগ্রী বিলি করছেন ওই ডিলার। পোকা যুক্ত চাল সকলকে দেওয়া হচ্ছে। এই ধরণের চাল খেয়ে সকলে অসুস্থ হয়ে পড়তে পারে বলে অভিযোগ করা হয়।

মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র বলেছেন, 'ঘটনাটি শুনেছি। এর পিছনে অন্য কোন কারণ রয়েছে কিনা সেটাও জেলা প্রশাসন দেখবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে রেশনে এই ধরণের কাজ মেনে নেওয়া হবে না। যদি এর পেছনে কেউ জড়িত থাকে তাহলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।'

আরও পড়ুন- কালীপুজোয় মেলায় রাতভর স্বল্পবসনা নর্তকীর উদ্দাম নাচ, সঙ্গে জুয়ার আসর! শুরু দোষারোপ

Maldah Malda
Advertisment