কবে হবে এবারের টেট পরীক্ষা?
আগামী ১০ ডিসেম্বরের বদলে চলতি বছর টেট হবে এ মাসের ১২ তারিখ। বেলা ১২টা থেকে এবারের টেট নেওয়ার কথা ছিল। পরিবর্তিত দিনেও ওই সময়ই হবে পরীক্ষা।
কেন পিছল পরীক্ষা?
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন যে, অনিবার্য পরিস্থিতির কারণে সেই পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে।
রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে কেলেঙ্কারিনিয়ে হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি। পর্ষদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। গারদে পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য সহ আরও বেশ কয়েকজন। আদালতে মামলা সহ নানা কারণে নিয়োগ প্রক্রিয়া একাধিকবার বাধাপ্রাপ্ত হয়েছে। বিগত বেশ কয়েক বছরের নিয়োগর নিষ্পত্তি হয়নি এখনও। তারমধ্যেই ২০২২ সালে নেওয়া টেটের নিয়োগ ঝুলে রয়েছে। সেই নিয়ে টেট উত্তীর্ণরা আন্দোলনও করছেন। এমন অবস্থায় ফের নতুন করে টেট নেওয়ার যৌতিকতা নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন- বোঝালেও ‘টিপস’ কানে তোলেনি কংগ্রেস! চটে লাল মমতা
আরও পড়ুন- বিধানসভা চত্বরে জাতীয় সঙ্গীত: মামলায় বিপাকে তৃণমূল? বিচারপতির মন্তব্যে জল্পনা
আরও পড়ুন- ধরাশায়ী কংগ্রেস, কী ভবিষ্যৎ ‘ইন্ডিয়া’ জোটের? মুখ খুললেন অভিষেক
আরও পড়ুন- ‘বয়স বাড়লে মানুষের প্রোডাক্টিভিটি কমে’, লোকসভার আগে কাদের কাদের ডানা ছাঁটার ইঙ্গিত অভিষেকের?
আরও পড়ুন- বুক চিতিয়ে পাশে ছিলেন অধীর! তবে অভিষেকের অবস্থানে মহুয়া কি সত্যিই চাপে?