গত বুধবার বিচারপতি অমৃতা সিনহা নজিরবিহীনভাবে পঞ্চায়েত নির্বাচনের এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের দুই সিপিএম প্রার্থীর আর্জির ভিত্তিতে বিডিওর কার্যকলাপের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেছিল রাজ্য। এবার সেই নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের দুই সিপিএম প্রার্থী ফিরোজা বিবি ও ওমজা বিবি মামলা করেছিলেন হাইকোর্টে। দুই প্রার্থীর বক্তব্য ছিল, তাঁদের মনোনয়নপত্রে ইচ্ছাকৃত বিকৃতি ঘটানো হয়েছে। তারপর স্ক্রুটিনিতে তা বাদ দিয়ে দেওয়া হয়। এমনকী বিডিওর কাছে অভিযোগ জানাতে গেলেও শোনা হয়নি বলে অভিযোগ। এই মামলাতেই বুধবার বিচারপতি সিনহা বলেছিলেন, যাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি রাজ্য সরকারি কর্মচারী। তাই এই তদন্তভার রাজ্যের কোনও সংস্থাকে দেওয়া যাবে না। তারপরেই সিবিআই তদন্তের নির্দেশ দেন তিনি।
বৃহস্পতিবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব রায়ের ডিভিশন বেঞ্চে মামলা করে রাজ্য সরকার। শুক্রবার সেই মামলার শুনানি হয়। দুই পক্ষের সওয়াল-জবাবের পর ডিভিশন বেঞ্চ এই মামলায় রায়দান স্থগিত রাখে। আগামী সোমবার এই মামলার চূড়ান্ত রায় দেবে ডিভিশন বেঞ্চ। সেই পর্যন্ত ওই মামলায় সিবিআই তদন্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।
ফলে পঞ্চায়েত ভোট নিয়ে সিবিআই তদন্ত আদৌ হয় কিনা তা বোঝা যাবে আগামী সোমবার।