গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের চামড়া এবং প্যাঙ্গোলিনের আঁশ-সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে বন দফতরের স্পেশাল টাস্ক ফোর্স। অভিযানের সময় বনদফরের নাগাল এড়িয়ে পালিয়ে যায় আরও দুই পাচারকারী। ধৃত বিষ্ণু জৈন অসমের তেজপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে।
Advertisment
গোপন সূত্রে বনদফতরের কাছে খবর আসে যে অসম থেকে ডুয়ার্স হয়ে বন্য জন্তুর একটি অ্যাসাইনমেন্ট নেপালের দিকে রওনা দিয়েছে। সেই মত রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের নেতৃত্বে বন দফতরের স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা জলপাইগুড়ি জেলার ওদলাবাড়ি বাইপাসে ওত পেতে থেকে একটি গাড়ি আটক করে।
তবে টাস্ক ফোর্সের সদস্যদের নাগাল এড়িয়ে পালিয়ে যায় দুই পাচারকারী। গ্রেফতার করা হয় বিষ্ণু জৈন নামে এক পাচারকারীকে। তার কাছ থেকে একটি স্পটেড ডিয়ারের চামড়া এবং ২ কেজি ১০০ গ্রাম ওজনের প্যাঙ্গোলিনের আঁশ উদ্ধার করা হয়েছে।
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, হরিণের চামড়া এবং প্যাঙ্গোলিনের আঁশগুলি অসম থেকে নেপালের উদ্দ্যেশে নিয়ে যাওয়া হচ্ছিলো। এই চক্রের পাণ্ডারা এর আগেও এই ধরণের বন্য জন্তুর দেহাংশ পাচারের সঙ্গে যুক্ত ছিল বলে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকেরা। এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে এবং এই চক্রের মূল পান্ডা কে তার খোঁজে তল্লাশি শুরু হয়ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন