Advertisment

শিলিগুড়ির টি পার্কে বিক্ষোভ-ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূলের শ্রমিক সংগঠন

পরিস্থিতি আয়ত্তে আনতে গুলি চালাতে বাধ্য হন নিরাপত্তা কর্মীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কর্মী নিয়োগ ঘিরে শিলিগুড়ির টি পার্কে ব্যাপক অশান্তি। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতা-কর্মীরা বিক্ষোভ দেখান টি পার্কে, চলে ব্যাপক ভাঙচুর। পরিস্থিতি আয়ত্তে আনতে গুলি চালাতে বাধ্য হন নিরাপত্তা কর্মীরা। চার রাউন্ড গুলি চলে বলে জানা গিয়েছে। বিক্ষোভকারীদের হটাতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।

Advertisment

ঠিক কী হয়েছিল এদিন? জানা গিয়েছে, টি পার্ক এলাকায় একটি বেসরকারি সংস্থায় নিয়োগ ঘিরেই গন্ডগোল। এলাকাবাসীর দাবি, স্থানীয়দের কাজের অগ্রাধিকার দিতে হবে। কিন্তু নিজেদের নিয়ম অনুযায়ী নিয়োগ করে ওই সংস্থা। অভিযোগ, এদিন সকালে সংস্থার অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন আইএনটিটিইউসির কর্মীরা। সংস্থার তরফে বিক্ষোভকারীদের বৈঠকে বসার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তাতে রাজি নন তাঁরা। এরপর তাঁরা সংস্থার অফিসে ঢুকে ভাঙচুর চালান বলে অভিযোগ।

আরও পড়ুন ‘বাপ কে বলো’-তে বাজিমাত, সিকি শতকের সমাধান মাত্র তিন মাসে

বিক্ষোভ চরমে পৌঁছতেই এলাকায় ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। কিন্তু পুলিশ আসার আগেই বিক্ষোভকারীদের থামাতে শূন্যে চার রাউন্ড গুলি চালায় নিরাপত্তারক্ষীরা। যদিও গুলি চালানোর কথা তাঁরা পরে অস্বীকার করেছেন। বিক্ষোভকারীরা বলেছেন, আগেও একাধিক বার আলোচনার কথা বলেও বাস্তবে তা করেনি কর্তৃপক্ষ। তাই এদিন ধৈর্যের বাঁধ ভাঙে শাসকদলের শ্রমিক সংগঠনের।

tmc siliguri INTTUC
Advertisment