/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/parsun-banerjee.jpg)
IPS & Actor Prasun Banerjee: ভোটের মুখে স্বেচ্ছাবসর আইপিএস প্রসূন ব্যানার্জির।
IPS & Actor Prasun Banerjee: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ঠিক মুখে চাকরি থেকে ইস্তফা রাজ্য পুলিশের এক শীর্ষকর্তার। স্বেচ্ছাবসর নিয়েছেন রায়গঞ্জের (Raiganj) ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। তবে টুইস্ট অন্য জায়গায়। স্বেচ্ছাবসর নিয়েই সরাসরি রাজনীতির ময়দানে নেমে পড়তে পারেন সদ্য প্রাক্তন এই IPS অফিসার। এমনই জল্পনা তুঙ্গে। এমনকী আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থীও হতে পারেন তিনি।
এর আগে দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার পদে দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যাকে। তবে তাঁর পরিচিতি শুধুই পুলিশ অফিসার হিসেবে নয়, ছোটপর্দায় দাপিয়ে অভিনয় করে গিয়েছেন তিনি। একাধিক টিভি সিরিয়ালে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে দর্শকদেরও। লোকসভা ভোটের ঠিক মুখে এবার স্বেচ্ছাবসর নিয়েছেন পুলিশকর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি তৃণমূলে যোগ দিতে পারেন বলে খবর চাউর হয়েছে।
এমনকী চাকরি জীবনের বেশিরভাগ সময়টাতেই দুই দিনাজপুরে থাকার সুবাদে সেখান থেকেই তাঁকে শাসকদল এবার প্রার্থী করতে পারে বলে তীব্র গুঞ্জন। তাঁকে বালুরঘাট (Balurghat) আসন থেকে তৃণমূল টিকিট দিতে পারে বলেও জল্পনা তুঙ্গে উঠেছে।
দক্ষিণ দিনাজপুরের এই কেন্দ্রে বিজেপির প্রার্থী দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তাঁর বিরুদ্ধেই সদ্য প্রাক্তন পুলিশকর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে এবার লড়াইয়ে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।