Advertisment

IPS & Actor Prasun Banerjee: ভোটের মুখে স্বেচ্ছাবসর পুলিশকর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের, BJP না TMC? ঝুঁকছেন কোন দিকে?

Prasun Banerjee resign: সামনেই লোকসভা নির্বাচন। তার আগে চাকরি থেকে ইস্তফা দিয়ে দিন কয়েক আগেই বিজেপিতে যোগ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপিতে যোগ দিতেই তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনাও প্রবল বলে ভাবা হচ্ছে। এবার স্বেচ্ছাবসর রাজ্য পুলিশেরই এক শীর্ষকর্তার। তিনিও চাকরি থেকে ইস্তফা দিয়ে এবার রাজনীতিতে যোগ দিতে পারেন বলে তীব্র গুঞ্জন শুরু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
IPS & Actor Prasun Banerjee resign from his post may join politics

IPS & Actor Prasun Banerjee: ভোটের মুখে স্বেচ্ছাবসর আইপিএস প্রসূন ব্যানার্জির।

IPS & Actor Prasun Banerjee: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ঠিক মুখে চাকরি থেকে ইস্তফা রাজ্য পুলিশের এক শীর্ষকর্তার। স্বেচ্ছাবসর নিয়েছেন রায়গঞ্জের (Raiganj) ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। তবে টুইস্ট অন্য জায়গায়। স্বেচ্ছাবসর নিয়েই সরাসরি রাজনীতির ময়দানে নেমে পড়তে পারেন সদ্য প্রাক্তন এই IPS অফিসার। এমনই জল্পনা তুঙ্গে। এমনকী আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থীও হতে পারেন তিনি।

Advertisment

এর আগে দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার পদে দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যাকে। তবে তাঁর পরিচিতি শুধুই পুলিশ অফিসার হিসেবে নয়, ছোটপর্দায় দাপিয়ে অভিনয় করে গিয়েছেন তিনি। একাধিক টিভি সিরিয়ালে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে দর্শকদেরও। লোকসভা ভোটের ঠিক মুখে এবার স্বেচ্ছাবসর নিয়েছেন পুলিশকর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি তৃণমূলে যোগ দিতে পারেন বলে খবর চাউর হয়েছে।

আরও পড়ুন- TMC Jana Garjana Sabha Live Updates: ব্রিগেডে তৃণমূলের মেগা শো, আজই প্রার্থী তালিকা? থাকতে পারে বিশাল চমক

এমনকী চাকরি জীবনের বেশিরভাগ সময়টাতেই দুই দিনাজপুরে থাকার সুবাদে সেখান থেকেই তাঁকে শাসকদল এবার প্রার্থী করতে পারে বলে তীব্র গুঞ্জন। তাঁকে বালুরঘাট (Balurghat) আসন থেকে তৃণমূল টিকিট দিতে পারে বলেও জল্পনা তুঙ্গে উঠেছে।

দক্ষিণ দিনাজপুরের এই কেন্দ্রে বিজেপির প্রার্থী দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তাঁর বিরুদ্ধেই সদ্য প্রাক্তন পুলিশকর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে এবার লড়াইয়ে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

tmc IPS Prasun Banerjee loksabha election 2024
Advertisment