Advertisment

পুলিশে বড় রদবদল, CID-র দায়িত্ব থেকে সরানো হল জ্ঞানবন্তকে

এছাড়াও তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে রাজ্যের অতিরিক্ত ডিরেক্টর সিকিউরিটি-র পদ থেকেই।

author-image
IE Bangla Web Desk
New Update
ips gyanbant singh remove from dig cid

আইপিএস জ্ঞানবন্ত সিং।

সিআইডি-র দায়িত্ব থেকে সরানো হল আইপিএস জ্ঞানবন্ত সিংকে। এছাড়াও তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে রাজ্যের অতিরিক্ত ডিরেক্টর সিকিউরিটি-র পদ থেকেই। তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তির দিনেই আইপিএস পর্যায়ে এই রদবদল করলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্বে আনা হয়েছে সিনিয়র আইপিএস অফিসার আর রাজশেখরনকে। জ্ঞানবন্ত সিং আপাতত শুধু পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের দায়িত্বেই থাকলেন।
পাশাপাশি আর্থিক অপরাধ দমন শাখার প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএস নটরাজন রমেশ বাবুনটরাজন রমেশ বাবুকে। এডিজি ওয়েলফেয়ারের দায়িত্বে ছিলেন তিনি।

ব্যারাকপুরের পুলিশ পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মাকে দুর্নীতি দমন শাখার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম পুলিশ জেলার সুপার করা হল আইপিএস অরিজিৎ সিনহাকে। কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক ছিলেন তিনি।

বিধাননগর কমিশনারেটের কমিশনার করা হল আইপিএস বিশ্বজিৎ ঘোষকে। এতদিন তিনি ছিলেন ঝাড়গ্রামের পুলিশ সুপারের দায়িত্বে।

publive-image
সরকারি বিজ্ঞপ্তি
CID West Bengal Mamata Government
Advertisment