Advertisment

Khalistani Row: হঠাৎ কেন ওই পাগরিধারীকে দেখেই চটলেন শুভেন্দুরা, কে এই আইপিএস জসপ্রীত সিং?

Sandeshkhali Khalistani Row: ঘটনার সময় সরব হয়েছিলেন ওই আইপিএস। পরে কী বলেছেন তিনি?

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
IPS officer Jaspreet Singh was part of special team sent to Sandeshkhali , সন্দেশখালিতে পুলিশের বিশেষ দলের সদস্য ছিলেন আইপিএস জসপ্রীত সিং

আইপিএস জসপ্রীত সিং, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

IPS officer Jaspreet Singh: পশ্চিমবঙ্গে 'খালিস্তানি' বিতর্কের কেন্দ্রে থাকা শিখ পুলিশ অফিসার জসপ্রীত সিং ২০১৬ ব্যাচের আইপিএস অফিসার। যিনি বর্তমানে গোয়েন্দা শাখায় বিশেষ সুপারিনটেনডেন্ট হিসাবে কাজ করছেন৷

Advertisment

আইপিএস জসপ্রীত সিং, মঙ্গলবার বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভরত রাজ্য বিজেপি বিধায়ক, নেতাদের দলকে সন্দেশকালিতে ঢুকতে বাধা দিয়েছিলেন। তখনই তাঁর সঙ্গে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালদের বাকবিতণ্ডা হয়। এসবের মধ্যেই এই পাগরিধারী আইপিএসকে 'খালিস্তানি' বলে দেগে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে প্রতিবাদে মুখর হন জসপ্রীত সিং। পাগরি থাকায় তাঁকে কেন 'খালিস্তানি' বলা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন ওই আইপিএস।

আপাতত 'খালিস্তানি' বিতর্কে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। ওই কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করেছেন বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। পাল্টা, আইপিএস জসপ্রীত সিং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিযেকে অতি যোগ্য প্রমাণেই 'মিথ্যা' বলছেন বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

কে এই জসপ্রীত সিং?

সিং এর আগে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার ছিলেন। তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিশেষ টাস্ক ফোর্সেও কাজ করেছেন এবং বিধাননগর জোনের ডেপুটি কমিশনার ছিলেন। জসপ্রীত সিং রায়গঞ্জ পুলিশ জেলায় অতিরিক্ত এসপি হিসাবেও কাজ করেছেন।

আরও পড়ুন- Khalistani Row: খালিস্তানি বিতর্ক: ঘুরিয়ে শুভেন্দুদেরই ‘মুর্খ’ বলছেন রাজ্যের একমাত্র শিখ সাংসদ আলুওয়ালিয়া

কেন হঠাৎ তাঁকে 'খালিস্তানি' কটাক্ষ শুনতে হল? তা জানতে জসপ্রীত সিংকে বার বার ফোন করা হলেও তিনি তোলেননি। মেসেজেরও উত্তর দেননি। তবে মঙ্গলবার পাঞ্জাবের একটি নিউজ চ্যানেলকে এই আইপিএস বলেছেন, 'আমি বাংলায় এর আগে এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধির কাছ থেকে এমন অসংসদীয় শব্দ কখনও শুনিনি। একটি রাজনৈতিক দলের কিছু প্রতিনিধি ধামাখালিতে এসেছিলেন এবং তাঁদের নেতা ছিলেন শুভেন্দু অধিকারী। তখন সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। ওই দলের সদস্যরা সন্দেশখালিতে ঢুকতে পারবেন কিনা তা নিয়ে আলোচনা চলছিল। এই আলোচনার সময়ই একজন আমাকে দেখে খালিস্তানি শব্দটি ব্যবহার করেছিলেন। পাল্টা মুখ খুলেছিলাম আমি।'

সিংয়ের কথায়, 'আমিই সেখানে নিযুক্ত একমাত্র শিখ অফিসার ছিলাম। পাগড়ি দেখে এমন কুমন্তব্য করা অসংসদীয় ও তা ভারতীয় দণ্ডবিধি মোতাবেক বেআইনি। এসবের পরই আদালতের আদেশ মোতাবেক ওই দলকে সন্দেশখালিতে য়েতে দেওয়া হয়।'

আরও পড়ুন- Sandeshkhali Case: আরও বেকায়দায় সন্দেশখালির শাহজাহান ঘনিষ্ঠ শিবু, আরও এক ধর্ষণ মামলা দায়ের

যদিও পশ্চিমবঙ্গ পুলিশ একটি বিবৃতিতে বলেছে যে, শুভেন্দু অধিকারীই আইপিএস জসপ্রীত সিংকে 'খালিস্তানি' বলে কটাক্ষ করেছেন। পাল্টা শুভেন্দু দাবি করেছেন যে, বিজেপির কেউ ওই শব্দটি ব্যবহার করেনি এবং তাঁরা শিখ সম্প্রদায়কে সম্মান করে।

বুধবার, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সোশাল মিডিয়া পোস্টে লিখেছেন যে ঘটনাটি 'অত্যন্ত দুর্ভাগ্যজনক। ভারতের স্বাধীনতা এবং তা রক্ষায় পাঞ্জাবিরা যে ত্যাগ স্বীকার করেছে তা বিজেপি সম্ভবত জানে না। বিজেপির উচিত পাঞ্জাবিদের কাছে ক্ষমা চাওয়া।' এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার নিন্দা করেছিলেন এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী সিংয়ের সমর্থনে কথা বলেছেন।

Mamata Banerjee Suvendu Adhikari Khalistani IPS officer
Advertisment