Advertisment

রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে মমতা ঘনিষ্ঠ রাজীব কুমার, কে হচ্ছেন নয়া মুখ্যসচিব?

চিটফাণ্ড মামলার তদন্তে এই আইপিএস-এর বাড়িতে সিবিআই গেলে প্রতিবাদে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
IPS Rajeev Kumar is the new DG of State Police , রাজ্য পুলিশের নতুন ডিজি হচ্ছেন রাজীব কুমার

আইপিএস রাজীব কুমার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য পুলিশের নতুন ডিরেক্টর জেনারেল বা ডিজি হচ্ছে রাজীব কুমার। বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে এই আইপিএস-এর নামেই সিলমোহর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে, আপাতত ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল বা ডিজি হিসেবে কাজ করবেন রাজীব কুমার।

Advertisment

এর আগে কলকাতার পুলিশ কমিশনার ও রাজ্য গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন এই দুঁদে আইপিএস অফিসার। চিটফান্ড কেলেঙ্কারিতে রাজীব কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। চিটফান্ড কাণ্ডের তদন্ত সূত্রে তাঁর বাড়িতেও পৌঁছে গিয়েছিল সিবিআইয়ের গোয়েন্দারা। প্রতিবাদে রাজপথে ধরন্য়া বসেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আইপিএস রাজীব কুমারকে জেরার জন্য ডেকে পাঠানো হয়। সে সময় তাঁকে পুলিশি দায়িত্ব থেকে সরিয়ে প্রশাসনিক পদে পাঠিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের তথ্য ও প্রযুক্তি দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন রাজীব কুমার। সেই পদ থেকে ফের তাঁকে ফেরানো হল পুলিশে।

আরও পড়ুন- ‘ভগবান ক্ষমা করেন না’, প্রশংসার পরই রাজীবকে খোঁচা কুণালের!

কেন অস্থায়ী ডিজি হিসাবে কাজ করতে হবে রাজীব কুমারকে? নতুন ডিজি নিয়োগের ক্ষেত্রে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নির্দিষ্ট নিয়ম রয়েছে। তিন জন সিনিয়র আইপিএস অফিসারের নামের তালিকা পাঠাতে হয় ইউপিএসসি-কে। তারপর তাঁদের মধ্যেই এক জনকে ডিজি হিসাবে বেছে নেওয়া হয়। অভিযোগ, সেই নিয়ম মানা হয়নি। ফলে আইপিএস রাজীব কুমারকে ভারপ্রাপ্ত ডিজি হিসাবে কাজ চালিয়ে যাবেন।

বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যসচিবও বেছে নেওয়া হয়েছে। বর্তমান স্বরাষ্ট্রসচিব ভগবতী প্রসাদ গোপালিকা মুখ্যসচিব হচ্ছেন। মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী আইএস ভগবতী প্রসাদকে উদ্দেশে বলেছেন, 'হরিকৃষ্ণ দ্বিবেদী ৩১ তারিখ অবসর নিচ্ছেন। এর পর আপনাকেই দেখতে হবে।' তবে, স্বরাষ্ট্রসচিব কে হবেন? তা এখনও স্পষ্ট করা হয়নি।

রাজ্যের নতুন ডিজি রাজীব কুমার এই খবর জানাজানি হতেই প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেছেন, 'সারদা কেলেঙ্কারির নথি নষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোয় এটা ওঁকে পুরস্কার দেওয়া হল। আমি সিবিআইয়ের কাছে জানতে চাইছি কেন সারদা মামলায় ধীরগতি হল। প্রয়োজনে মানুষ সুপ্রিম কোর্টে গিয়ে সেটা জানতে চাইবে।'

Mamata Banerjee West Bengal Police
Advertisment