Advertisment

'পশ্চিমবঙ্গও কি বাংলাদেশের পথেই?', প্রশ্ন দিলীপ-শুভেন্দুর, রাজ্যে দুর্গামূর্তি ভাঙার অভিযোগ

বোমা ফাটালেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। একই দাবি এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুরও।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Is Bengal also on the way to Bangladesh? Dilip-Suvendu on braking Durga idols in state

দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী

বাংলাদেশের কুমিল্লায় দুর্গামণ্ডপে হামলা, নোয়াখালির ইস্কন মন্দিরে দুষ্কৃতি তাণ্ডব। উত্তাল অবস্থা। এই অবস্থায় বোমা ফাটালেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, শুধু বাংলাদেশই নয়, পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের এগরাতেও একটি মণ্ডপে দুর্গা প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে। ফেসবুক পোস্টে তাঁর প্রশ্ন, 'তবে কি পশ্চিমবঙ্গ এবার বাংলাদেশের দিকেই এগোচ্ছে?'

Advertisment

ফেসবুক পোস্টে কী লিখেছেন দিলীপ ঘোষ?

এগরা সেন্ট্রাল বাস স্ট্যান্ডের একটি পুজোর দুর্গা প্রতিমা ভাঙার বিষয়টি তুলে ধরেছেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি। ফেসবুক পোস্টে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। লিখেছেন, 'যারা বাংলাদেশের দুর্গাপুজোর উপর দুষ্কৃতী হামলা নিয়ে খুব চিন্তিত,তারা কি জানেন যে খোদ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার এগরা সেন্ট্রাল বাস স্ট্যান্ডের একটি পুজোর দুর্গা প্রতিমা কিছু দুষ্কৃতী এসে ভেঙে দিয়েছে।ঘটনা ধামাচাপা দিতে রাজ্যের পুলিশ ও তার উচ্চ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করে। তবে কি পশ্চিমবঙ্গ এবার বাংলাদেশের দিকেই এগোচ্ছে?'

দিলীপ ঘোষের সুরেই একই প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। গতকালই তিনি টুইটে লেখেন, নদিয়া, কুলটি, পশ্চিম বর্ধমান ও অন্যান্য জায়গায় মা দুর্গার প্রতিমা নিরঞ্জনের সময় কিছু অপ্রীতিকর ঘটনার অভিযোগ এসেছে। জানতে চান কী কারণের জেরে ওই ঘটনা এই দিকে মোড় নিয়েছে? রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব, ডিজিপিকে সর্বসম্মুখে তথ্য নিয়ে হাজিরার দাবি জানান বিরোধী দলনেতা।

আরও পড়ুন- হাসিনার হুঁশিয়ারি-প্রশাসনের পদক্ষেপের পরও বাংলাদেশে সাম্প্রদায়িক উত্তেজনা, উদ্বেগ দিল্লির

পরে অন্যটি টুইটে কোলাঘাটের একটি দুর্গামণ্ডপের ছবি দেন শুভেন্দু অধিকারী। লেখেন, 'পশ্চিমবঙ্গ কী বাংলাদেশকে অনুসরণ করছে? কোলাঘাটের একটি মণ্ডপের সামনে পুলিশ মোতায়ের রয়েছে। ভাঙচুরের ঘটনায় প্রশাসন ভীত। বাঙালি হিন্দুদের একমাত্র অবশিষ্ট মাতৃভূমির পরিস্থিতি সম্পর্কে ছদ্ম/পরিস্থিতিগত ধর্মনিরপেক্ষ এবং "বুদ্ধি-জীব "দের মতামত কী?'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

dilip ghosh West Bengal Suvendu Adhikari
Advertisment