Advertisment

সিদুঁরে রাঙানো সিঁথি, মুখে ডগমগ হাসি, ফের বিয়ের পিঁড়িতে সুজাতা?

আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের এক মাস পার হতেই...

author-image
IE Bangla Web Desk
New Update
is sujata mandal going to marriage again , ফের কি বিয়ে করছেন সুজাতা মণ্ডল

সুজাতা মণ্ডল।

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে সুজাতা মণ্ডলের। এবার কী ফের বিয়ের পিঁড়়িতে তৃণমূল নেত্রী? মঙ্গলবার ফেসবুকে সুজাতা একটি পোস্ট ঘিরে তাঁর বিয়ের জল্পনা চড়ছে। তবে, ওই ভিডিওতে বিয়ে নিয়ে কিছু খোলসা করেননি সুজাতা মণ্ডল।

Advertisment

ফেসবুকে করা পোস্টে সুজাতাকে কনের সাজে দেখা যাচ্ছে। নববধূর মতো সিদুঁরে রাঙানো সিঁথি। সিদুঁর পড়েছে নাকের উপর। আনন্দ-আবেগে মাখামাখি সুজাতা। ওই পোস্টের ব্যাকগ্রাউন্ডে বজছে গানের কলি— 'তুই আমার জীবন, তুই ছাড়া মরণ’। যা আসলে বাংলাদেশের জনপ্রিয় গান।

সৌমিত্র পর্ব অতীত হতেই তাহলে ফের বিয়ে করছেন সুজাতা? জবাবে কিছু বলতে রাজি হয়নি এই তৃণমূল নেত্রী। পাত্রের পরিচয় থেকে বিয়ের দিন, ভোজের মেনু- সবটাই সঠিক সময়ে সংবাদ মাধ্যমকে জানানো হবে বলে দাবি তাঁর। অর্থাৎ পুরোটাই যেন ক্রমশ প্রকাশ্য। ফেসবুক পোস্টে অনেকেরই প্রশ্ন, ওই ভিডিও পোস্ট কী আসলে প্রি-ওয়েডিংয়ের ফটো শ্যুটের?

ভালোবেসে ২০১৬ সালের ১লা জুলাই তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁয়ের সঙ্গে বিয়ে হয়েছিল সুজাতা মণ্ডলের। দিব্যি চলছিল সংসার। তৃণমূল ছেড়ে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র লড়াই করেছিলেন সৌমিত্র। একটি মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে বাঁকুড়ায় প্রবেশ করতে পারেননি তিনি। বদলে সৌমিত্রর হয়ে নির্বাচনী প্রচার চালিয়েছিলেন তাঁর স্ত্রী সুজাতা। যা স্বীকারও করেছিলেন সাংসদ।

এরপর থেকে অবশ্য সৌমিত্র-সুজাতার সম্পর্কের সমীকরণে অদলবদল ঘটে। ২০২০ সালের ডিসেম্বর তৃণমূলে যোগ দেন সুজাতা মণ্ডল। সঙ্গে সঙ্গেই রেরে করে ওঠেন স্বামী সাংসদ সৌমিত্র। প্রায় একই সঙ্গে সংবাদমাধ্যমে সৌমিত্র ঘোষণা করেন, স্ত্রী সুজাতার সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক নেই। বিবাহ বিচ্ছেদ চান তিনি। পরে বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে আবেদন জানান বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। মামলা চলাকালীন সুজাতা সৌমিত্র চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেইসব আকছাআকছি ছেড়ে সুজাতা কী ফের বিয়ের পিঁড়িতে বসছেন? নজর এখন সেদিকেই।

Soumitra Khan bjp tmc
Advertisment