Advertisment

CBI-এর পর এবার ED হাজিরাও এড়ালেন সুকন্যা, কেষ্ট-কন্যার বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ?

সুকন্যা মণ্ডলের নামে থাকা সংস্থার আয়-ব্যয় সংক্রান্ত তথ্য খতিয়ে দেখতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

author-image
IE Bangla Web Desk
New Update
is sukanya will go at ed office today in cow smuggling case?

আজ ইডির দফতরে হাজিরা দেবেন সুকন্যা?

সিবিআইয়ের পর এবার ইডির দফতরে হাজিরা এড়ালেন কেষ্ট-কন্যা। তাঁর নামে থাকা সংস্থা এএনএম অ্যাগ্রোকেমের আয়-ব্যয় সংক্রান্ত হিসেব খতিয়ে দেখতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই কারণেই আজ তাঁকে তলব করেছিল ইডি। তবে সূত্র মারফত জানা গিয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে ইডির হাজিরা এড়িয়েছেন সুকন্যা মণ্ডল। হাজিরার জন্য তিনি কিছু সময় চেয়েছেন বলেও সূত্র মারফত জানা গিয়েছে। এর আগেও একাধিকবার সিবিআই হাজিরাও এড়িয়েছেন সুকন্যা।

Advertisment

গরু পাচার মামলার তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের নামে বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে ইডি ও সিবিআই। এএনএম অ্যাগ্রোকেম সংস্থাটির মালিকানা রয়েছে সুকন্যার নামেই। এই সংস্থার আয়-ব্যায় সংক্রান্ত যাবতীয় হিসেব দেখতে চায় ইডি। গত ২৫ অক্টোবর বীরভূম জেলা তৃণমূল সভাপতির কন্যাকে তলবি নোটিশ পাঠানো হয় বলে সূত্রের দাবি।

আরও পড়ুন- টেট-র গাইডলাইন প্রকাশ পর্ষদের, সঙ্গে সিলেবাস ও মডেল প্রশ্ন-ও

সুকন্যার নামে থাকা সংস্থার আয়-ব্যয় সংক্রান্ত হিসেব দেখতে চেয়েছিল সিবিআই-ও। সিবিআইকে ইমেলে আয়-ব্যয় সংক্রান্ত কিছু নথি পাঠিয়েওছিলেন সুকন্যা। তবে সূত্রের দাবি, সুকন্যার পাঠানো ওই নথি দেখে একেবারেই সন্তুষ্ট নন সিবিআই আধিকারিকরা। সংস্থার আয়-ব্যয় সংক্রান্ত অনেক তথ্যই সুকন্যা পাঠাননি বলে মনে করছেন তদন্তকারীরা।

সেই কারণে তাঁকে সরাসরি হাজিরা দিতে বলা হয়েছিল। যদিও রাজ্যের বাইরে থাকার কথা জানিয়ে সিবিআই হাজিরা এড়িয়েছিলেন অনুব্রত-কন্যা। এবার ইডির ডাকেও সাড়া দিলেন না কেষ্ট-কন্য়া। তবে ইডি সূত্রে জানা গিয়েছে, সুকন্যা মণ্ডলকে আবারও নোটিশ পাঠিয়ে তলব করা হতে পারে।

anubrata mondal Enforcement Directorate ED Cow Smuggling
Advertisment