Advertisment

ISF Candidate List 2024: অভিষেককে চ্যালেঞ্জ ছুড়েও ঢোঁক গিললেন নওশাদ? কোন আট আসনে লড়াইয়ের ডাক দিল ISF

যাদবপুর নিয়ে টানটান উত্তেজনা। সিপিআইএমকে শর্তসাপেক্ষে আসন ছাড়ার কথা জানিয়েছে ISF

author-image
IE Bangla Web Desk
New Update
CPIM, CPIM Bengali News, Kolkata, Kolkata Bengali News, Congress-CPIM alliance, Congress alliance with CPM, ISF-CPIM alliance, সিপিআইএম, সিপিআইএমের বাংলা খবর, কলকাতা, কলকাতার বাংলা খবর, কংগ্রেস-সিপিআইএম জোট, সিপিএমের সঙ্গে কংগ্রেসের জোট, আইএসএফ-সিপিআইএম জোট

অভিষেককে চ্যালেঞ্জ ছুঁড়েও সরে দাঁড়ালেন নওশাদ? কোন আট আসনে লড়াইয়ের ডাক দিল আইএফএফ

Lok Sabha Elections 2024: সামনেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই রাজ্যের শাসক দল ৪২ লোকসভা আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বিজেপি প্রথম দফায় বাংলার ২০টি আসনের প্রার্থী ঘোষণা করলেও পবন সিংকে জল্পনা জোরালো হচ্ছে। এদিকে আজ সন্ধ্যায় ৪২ লোকসভা আসনের মধ্যে ১৬ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন বামফ্রন্ট। এই ঘোষণার মাত্র কিছু সময়ের ব্যবধানে বাংলার আটটি আসনে লড়ার কথা জানিয়ে দিয়েছে নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ।

Advertisment

বামেদের সঙ্গে জোট নিয়ে আইএসএফ তিন দফা বৈঠক করেছে। এরপরই বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে দলের তরফে ঘোষণা করা হয় বাংলায় মোট ৮টি লোকসভা আসনে লড়বেন তাঁরা। সেই সঙ্গে শর্তসাপেক্ষে যাদবপুর আসন ছাড়ার কথা ঘোষণা করেছে আইএসএফ।

আটটি যে কেন্দ্রগুলিতে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেগুলি হল বসিরহাট, বারাসত, যাদবপুর, মথুরাপুর, শ্রীরামপুর, উলুবেড়িয়া, মালদা দক্ষিণ এবং মুর্শিদাবাদ। তবে শর্ত সাপেক্ষে যাদবপুর কেন্দ্রটি ছেড়ে দিলে বালুরঘাট, ঝাড়গ্রাম এবং জয়নগরের মধ্যে কোনও যে কোন একটি কেন্দ্র থেকে লড়তে পারে নওশাদ সিদ্দিকী দল।

আইএসএফের তরফে আরও জানানো হয়েছে, যাদবপুর কেন্দ্রে বামফ্রন্টের বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রার্থী হন সেক্ষেত্রে ওই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে না দল। যদিও বামফ্রন্ট যে তালিকা প্রকাশ করেছে তাতে যাদবপুর কেন্দ্র থেকে লড়ছেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য ফলে ওই কেন্দ্র থেকে আইএসএফের লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক শিবির। দলের কার্যকারী সভাপতি সামসুর রহমান জানিয়েছেন 'ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে পার্টি চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী নিজেই প্রতিদ্বন্ধিতা করার ইচ্ছাপ্রকাশ করেছেন। যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি'। আগামী কয়েক দিনের মধ্যেই ডায়মন্ড হারবার আসন নিয়ে নওশাদের অবস্থান স্পষ্ট হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Mamata Banerjee Injured: কপাল ফেটে চৌচির, ভয়ঙ্কর চোট পেলেন মমতা, রক্তাক্ত মুখ্যমন্ত্রী

tmc West Bengal ISF loksabha election 2024
Advertisment