ISF Candidate List 2024: গর্জনই সার! ডায়মন্ড হারবার থেকে নির্বাচনে লড়ছেন না আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই থেকে সরে দাঁড়ালেন পীরজাদা আব্বাস সিদ্দিকির ভাই। বৃহস্পতিবার সন্ধেয় ফুরফুরা শরিফে সাংবাদিক বৈঠক করে পাঁচটি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করল আইএসএফ। ডায়মন্ড হারবারে প্রার্থী করা হয়েছে মজনু লস্করকে।
গত কয়েক মাস ধরে ডায়মন্ড হারবারে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে প্রচারের আলোয় ছিলেন নওশাদ। ওই এলাকার দুইবারের সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়েছিলেন নওশাদ। সেরকমই জল্পনা ছিল কয়েক মাস। এই আসনে প্রার্থী দেওয়া নিয়ে জোট শরিক সিপিএমের সঙ্গে মতবিরোধও হয় আইএসএফের। কিন্তু শেষপর্যন্ত বামেদের সঙ্গে জোট ভাঙলেও এই কেন্দ্রে প্রার্থী দিল তারা। কিন্তু নওশাদ নন, অভিষেকের বিরুদ্ধে লড়বেন অন্য কেউ। দল নাকি তাঁকে প্রার্থী হওয়ার অনুমতি দেয়নি।
নওশাদ প্রার্থী না হওয়ায় কটাক্ষ করেছে তৃণমূল। তমলুক লোকসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চেয়ে নিজেই চ্যালেঞ্জ জানিয়ে তার পর নিজেই সেখান থেকে পালিয়ে যাওয়াকে নওশাদ সিদ্দিকি বলে। এ জন্যই আমরা বলি, পান্তা ভাত খেয়ে বিরিয়ানির ঢেঁকুর তোলা উচিত নয়।’
ডায়মন্ড হারবারের পাশাপাশি যাদবপুরেও দলীয় প্রার্থী দিয়েছে আইএসএফ। যার ফলে বাম-কংগ্রেস জোট ধাক্কা খেল। বামফ্রন্ট প্রার্থী সৃজন ভট্টাচার্য সেখান থেকে লড়ছেন। কোনও আলোচনা ছাড়াই যাদবপুরে তাঁর নাম ঘোষণা করায় ক্ষুব্ধ হয় আইএসএফ। তবে নওশাদের দাবি ছিল, ওই আসনে বিকাশরঞ্জন ভট্টাচার্যকে প্রার্থী করলে তাঁরা আসনটি ছেড়ে দেবেন। কিন্তু সৃজনকে প্রার্থী করায় সেখানে নিজেদের প্রার্থী দেওয়ার তোড়জোড় শুরু করেন নওশাদরা।
যাদবপুরে প্রার্থী করা হয়েছে আইনজীবী নুর আলম খান, বালুরঘাটে মোজাম্মেল হক, উলুবেড়িয়ায় মফিকুল ইসলাম এবং ব্যারাকপুরে প্রার্থী করা হয়েছে আইনজীবী জামির হোসেনকে। বসিরহাট লোকসভা কেন্দ্রে আবার প্রার্থী বদল করেছে আইএসএফ। নতুন প্রার্থী আখতার আলি বিশ্বাস। এর আগে প্রার্থী হয়েছিলেন শহিদুল ইসলাম মোল্লা। এ ছাড়াও ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনেও প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। সেখানে প্রার্থী করা হয়েছে মুর্শিদ আলমকে। আপাতত মোট ১৩টি লোকসভা আসনে প্রার্থী দিয়েছে আইএসএফ।